বগুড়ার শাজাহানপুরে শয়তানের নি:শ্বাসে খোয়া গেল ব্যবসায়ীর দুই লক্ষাধিক টাকা
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে শয়তানের নি:শ্বাসে রাজু আহম্মেদ (৩১) নামের এক ব্যবসায়ীর দুই লক্ষাধিক টাকা খোয়া গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রাজু আহম্মেদ উপজেলার আশেকপুর ইউনিয়নের পারতেখুর উত্তরপাড়া গ্রামের আলম হোসেনের ছেলে এবং ডোমনপুকুর বাজারের একজন ব্যবসায়ী। এ ঘটনায় শাজাহানপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, শাজাহানপুর উপজেলাধীন মাঝিড়াস্থ একটি ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য আজ রোববার (৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ির দিকে রওয়ানা দেন রাজু আহম্মেদ। পথিমধ্যে চকজোড়া বেনারশি ভিটা নামক স্থানে পাকা রাস্তার ওপর বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটসাইকেলের দুই আরোহী রাজুকে থামার জন্য সংকেত দেয়।
রাজু মোটরসাইকেল থামালে ওই আরোহীরা রাজুর সাথে কথা বলার একপর্যায়ে একজন রাজুর মুখের সামনে হাত নিয়ে যায়। সাথে সাথে রাজু সম্মোহিত হয়ে পড়েন। ১০ মিনিট পর শাজাহানপুর থানাধীন সাজাপুর এয়ারটেল টাওয়ার সংলগ্ন বিশ্বরোডে পৌঁছা মাত্রই রাজুর জ্ঞান ফেরে এবং তিনি দেখতে পান তার কাঁধে থাকা ব্যাগ ও ব্যাগের মধ্যে থাকা ২ লাখ ১০ হাজার টাকা নাই।
আরও পড়ুনশাজাহানপুর থানার সেকেন্ড অফিসার আবু জাররা জানান, শয়তানের নি:শ্বাসে টাকা খোয়া যাওয়ার বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন

_medium_1767597641.jpg)






