বগুড়ার শেরপুরে আর সি সি ড্রেন নির্মাণের উদ্বোধন
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুর পৌরসভার গোসাইপাড়া মোড় থেকে করতোয়া নদী পর্যন্ত ১১৫ মিটার দৈর্ঘ্যের আরসিসি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। প্রকল্পটির মোট চুক্তি মূল্য ধরা হয়েছে ১৭ কোটি ২৩ লাখ ৯৬ হাজার ৫৮৮ টাকা ৪৬ পয়সা।
আজ রোববার (৪ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের (আরইউটিডিপি) আওতায় এই ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ।
আরও পড়ুনউদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-শেরপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম শামিম, উপ-সহকারী প্রকৌশলী মামুনুর রশীদ, ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি কামরুল ইসলাম ও মোকসেদুল ইসলাম, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী বেলাল সরকার প্রমুখ।
মন্তব্য করুন

_medium_1767597641.jpg)






