ভিডিও সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:০১ রাত

ঠাকুরগাঁওয়ে ঘুস নেয়ার অভিযোগে দুই কারারক্ষী বরখাস্ত

ঠাকুরগাঁওয়ে ঘুস নেয়ার অভিযোগে দুই কারারক্ষী বরখাস্ত। প্রতীকী ছবি

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলা কারাগারের বন্দিদের স্বজনদের সাথে সাক্ষাৎ করাতে ঘুস নেওয়ার অভিযোগে সহকারী প্রধান কারারক্ষী আমিনুল ইসলাম ও কারারক্ষী আব্দুর রহিমকে বরখাস্ত করা হয়েছে। গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুস নেয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এরপর পরেই সেই দুই ব্যক্তিকে বরখাস্ত করা হয়। বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা।

ভিডিওতে দেখা গেছে, সহকারী প্রধান কারারক্ষী আমিনুল ইসলাম ও কারারক্ষী আব্দুর রহিম স্বজনদের কাছ থেকে টাকা নিচ্ছেন। কারারক্ষী রহিম প্রথমে এক বন্দির স্বজনের সঙ্গে কথা বলেন এবং তাকে দেখা করানোর আশ্বাস দেন। এরপর সহকারী প্রধান কারারক্ষী আমিনুল এসে রহিমের সঙ্গে কথা বলেন এবং সাক্ষাতের জন্য ৪শ’ টাকা নেওয়া হয়। এই ঘটনাটি প্রকাশ্যে আসার পর ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়া হয়েছে। ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানা বলেন, ভিডিওটি আমাদের নজরে এসেছে। আমরা সাথে সাথে ব্যবস্থা নিয়েছি এবং বিষয়টি আরও গভীরভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত 

ডাকসু’র নেতৃত্বে তিন দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের মার্চ

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

বিদেশে হাদির চিকিৎসার খরচ দেবে সরকার : অর্থ উপদেষ্টা

‘জুলাই-আগস্ট আন্দোলনের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র পুনরুজ্জীবনের প্রত্যাশা তৈরি হয়েছে’

হাদিকে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগ ব্লকেড