ভিডিও সোমবার, ০৬ অক্টোবর ২০২৫

স্বামীকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়ালেন স্ত্রী

স্বামীকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়ালেন স্ত্রী, ছবি: সংগৃহীত

মফস্বল ডেস্ক : ঘটনাটি রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরে। গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে এক দম্পতির ওপর রামদা নিয়ে হামলা করে দুই দুর্বৃত্ত। সেখানে স্বামীকে তাদের হাত থেকে রক্ষা করতে ঢাল হয়ে দাঁড়িয়ে যান স্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে সেই হামলার ভিডিও। সেখানেই দেখা গিয়েছে স্বামীকে বাঁচাতে ঢাল হয়ে ছিলেন স্ত্রী। যদিও এই হামলায় স্বামী-স্ত্রী উভয়ই আহত হন। তবে এখানে স্ত্রী দেখিয়েছেন ভালোবাসার অন্যান্য দৃষ্টান্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই ঢাল হয়ে থাকা প্রশংসিত হচ্ছে। 

তাদের ওপর হামলাকারী মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২২) কিশোর গ্যাংয়ের সদস্য। ইতিমধ্যে তাদেরকে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। উত্তরা পশ্চিম থানা পুলিশ সূত্রে জানা গেছে, গাড়ির সঙ্গে মোটরসাইকেল লাগায় কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মোবারক ও রবি রায় গাড়ি থেকে রামদা বের করে মোটরসাইকেল আরোহীকে কোপ দেয়। এসময় জনগণ তাদের দুজনকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

আরও পড়ুন

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান জানান, এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে, যারা কুপিয়েছে তারা সন্ত্রাসী। এ ঘটনায় জড়িত বাকিদের আটকে আমাদের টিম কাজ করছে। আর আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইফ-ঝড়ে বাংলাওয়াশ আফগানিস্তান, ৭ বছর পর টাইগারদের প্রতিশোধ

জমকালো আয়োজনে ভিভো ভি৬০ লাইটের লঞ্চ

বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে এনসিপির মতবিনিময়

আবার গণ-অভ্যুত্থান হলে পালাতে ৭ হেলিকপ্টার লাগবে: মঞ্জু

প্রবীণদের ইস্যুগুলোকে সংস্কারে অন্তর্ভুক্ত করা হবে: পরিকল্পনা উপদেষ্টা

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১০৪২