ভিডিও সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:১৮ রাত

জয়পুরহাটের কালাইয়ে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

জয়পুরহাটের কালাইয়ে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত। ছবি : দৈনিক করতোয়া

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : কালাইয়ে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্থলেই এনামুল হক (৩৫) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। আজ রোববার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই পৌরশহরের ঠুশিগাড়ী (ব্র্যাক অফিস) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অপর ট্রাকের চালক ও সহাকারি পালিয়ে গেছে। নিহত ট্রাক চালক এনামুল হক জয়পুরহাট শহরের একাডেমি নগর এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের সাথে কথা বলে জানা গেছে, ঘন কুয়াশার মধ্যে সকল যানবাহন হেড লাইট জ্বালিয়ে মহাসড়কে চলাচল করছে। সকাল সাড়ে ৯টার দিকে ঠুশিগাড়ি এলাকায় ব্র্যাক অফিসের সামনে বালু ও সিমেন্ট বোঝাই দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকের ক্যাবিন দুমড়ে-মুচড়ে যায়।

আরও পড়ুন

বালু বোঝাই ট্রাকের চালক ও সহকারি পালিয়ে গেলেও সিমেন্ট বোঝাই ট্রাকের চালক স্টিয়ারিং এর সাথে আটকে মারা যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে ক্যাবিন কেটে নিহত চালককে বের করেন। ওসি জাহিদ হোসেন বলেন, নিহতের পরিবারের লোকজন থানায় এলে লাশ হস্তান্তর করা হবে। অভিযোগ পেলে অপর ট্রাকের চালক ও সহকারিকে আইনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত 

ডাকসু’র নেতৃত্বে তিন দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের মার্চ

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

বিদেশে হাদির চিকিৎসার খরচ দেবে সরকার : অর্থ উপদেষ্টা

‘জুলাই-আগস্ট আন্দোলনের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র পুনরুজ্জীবনের প্রত্যাশা তৈরি হয়েছে’

হাদিকে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগ ব্লকেড