ভিডিও সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ৩০ জানুয়ারী, ২০২৫, ১১:৪২ দুপুর

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা–সিলেট মহাসড়কে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এহসানুল হক নয়ন (২২) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

বুধবার (২৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত নয়ন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার দাড়িয়াপুর গ্রামের শোভা মিয়ার ছেলে এবং ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ছয় ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট বলে জানিয়েছে স্বজনরা।

আরও পড়ুন

 

এহসানুল হক নয়নের বড় ভাই মঙ্গল মিয়া বলেন, ‘আজ সকাল সাড়ে ৯টার দিকে নয়ন মোটরসাইকেল চালিয়ে কলেজে যাওয়ার সময় ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর এলাকায় একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হয়। আমরা খবর পেয়ে দ্রুত তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যাই। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। এখানে চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া থেকে আহত অবস্থায় এক কলেজ শিক্ষার্থীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আমরা বিষয়টি সংশ্লিষ্ট হাইওয়ে থানা পুলিশকে জানিয়েছি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত 

ডাকসু’র নেতৃত্বে তিন দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের মার্চ

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

বিদেশে হাদির চিকিৎসার খরচ দেবে সরকার : অর্থ উপদেষ্টা

‘জুলাই-আগস্ট আন্দোলনের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র পুনরুজ্জীবনের প্রত্যাশা তৈরি হয়েছে’

হাদিকে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগ ব্লকেড