ভিডিও বুধবার, ০২ জুলাই ২০২৫

অনিশ্চয়তার মুখে রিয়ালে আনচেলত্তির ভবিষৎ!

অনিশ্চয়তার মুখে রিয়ালে আনচেলত্তির ভবিষৎ!, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদে কার্লো আনচেলত্তির ভাগ্য ঝুলছে অনেকদিন। বার্সার কাছে ৫-২ গোলে বিধ্বস্ত হয়ে শিরোপা খোয়ানোর পর কথা উঠেছে, অতিসত্ত্বর আনচেলত্তিকে বিদায় করবে রিয়াল। 

স্প্যানিশ দৈনিক দিয়ারিও এস জানিয়েছে, এই মাসটা দেখেই সিদ্ধান্ত নেবে মাদ্রিদের ক্লাবটি। তবে দুটি কারণ দেখিয়েছে ফুটবল স্প্যানা। স্প্যানিশ মিডিয়ার বরাতে জানিয়েছে এসব কারণেই টিকে যাবে আনচেলত্তির চাকরি। তবে সেটিও এই মৌসুম পর্যন্ত। যদি দারুণ কিছু করতে পারেন ইতালিয়ান বস, তবে বাকিটা দেখা যাবে। ফুটবল স্প্যানা জানিয়েছে, এই মুহূর্তে আনচেলত্তিকে রিয়াল চাইলেই ছাড়তে পারবে না। প্রথমত, সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটি তাকে কিছুটা ছাড় দিয়েছে। লস ব্লাঙ্কোস ডেরায় চোটের ধাবা থাকায় এমন ব্যর্থতাকেও সমীহ করছে রিয়াল। দ্বিতীয়টি-সবকিছু বিবেচনার বাইরে নিয়ে এখনই যদি আনচেলত্তিকে স্যাকড করে, তবে শীতকালীন ট্রান্সফারে তাৎক্ষণিক ভাবে রিয়ালের কোচ হতে পারে অমন কাউকে আনতে পারবে না। তাই কিছুটা সময় নিচ্ছে স্পেনের শীর্ষ ক্লাবটি।

আরও পড়ুন

গুঞ্জন আছে, আনচেলত্তি বাদ পড়লে সেই জায়গায় কোচ হয়ে আসতে পারেন সান্তিয়াগো সোলারি। তাকে নিয়ে স্প্যানিশ গণমাধ্যমগুলোতে জোর আলোচনা। সাবেক এই রিয়াল ফুটবলার এর আগে ২০১৮-২০১৯ দলটির কোচের দায়িত্বে ছিলেন। তবে চাকরি বাঁচাতে এই মৌসুমে দারুণ কিছু করতে হবে আনচেলত্তিকে। তার দল লা লিগা টেবিলে এই মুহূর্তে দুইয়ে আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের জোতপাড়া নৌঘাট পরিণত হয়েছে মনোরম বিনোদন কেন্দ্রে

লালমনিরহাটে লাম্পি স্কিন রোগে শতাধিক গরু মারা গেছে

বগুড়ার শিবগঞ্জে তিনটি হিমাগারে হামলা-ভাঙচুর, হিমাগারে ভাড়া বাড়ানোর প্রতিবাদ

বগুড়ায় শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ, কারাগারে মাদরাসা সুপার

নওগাঁর রাণীনগরে বিস্ফোরক মামলায় ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁর রাণীনগরে ৩ মাদকসেবীর কারাদন্ড