ভিডিও সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১০ ডিসেম্বর, ২০২৪, ১২:৪৭ দুপুর

পূর্ব বিরোধের জেরে চুয়াডাঙ্গায় যুবকে কুপিয়ে জখম

পূর্ব বিরোধের জেরে চুয়াডাঙ্গায় যুবকে কুপিয়ে জখম

নিউজ ডেস্ক:  পূর্ব বিরোধের জেরে চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ায় রবিউল ইসলাম (৩০) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

সোমবার (০৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রক্তাক্ত অবস্থায় রবিউলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা।

আহত রবিউল ইসলাম চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার ফারুক হোসেনের ছেলে। তিনি যুবলীগ কর্মী বলে প্রশাসনের একটি সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়োজিত সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোমিন বলেন, সাড়ে ৮টার দিকে আহত অবস্থার রবিউলকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত হয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শহরের ফার্মপাড়ায় গত দুদিন যাবত দুই গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

আরও পড়ুন

এর আগে রোববার (৮ ডিসেম্বর) রাতে রেলস্টেশন সংলগ্ন রেল কলোনী এলাকায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ এবং দেশীয় অস্ত্রের মহড়ার ঘটনা ঘটে। এতে ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম হন চুয়াডাঙ্গা পৌর ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিলন হোসেন (৪৯)।

অপর একটি পক্ষ জানিয়েছে, গত ৫ ডিসেম্বর ফার্মপাড়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও দেশীয় অস্ত্র নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা মামলার আসামি যুবলীগ নেতা জনিকে গণপিটুনি দেন স্থানীয়রা। 

পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। জনিকে প্রশাসনের কাছে ধরিয়ে দেওয়া হয়েছে এমন অভিযোগে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে এ ঘটনার সূত্রপাত্র।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত 

ডাকসু’র নেতৃত্বে তিন দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের মার্চ

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

বিদেশে হাদির চিকিৎসার খরচ দেবে সরকার : অর্থ উপদেষ্টা

‘জুলাই-আগস্ট আন্দোলনের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র পুনরুজ্জীবনের প্রত্যাশা তৈরি হয়েছে’

হাদিকে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগ ব্লকেড