ভিডিও সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০১ ডিসেম্বর, ২০২৪, ০৭:১১ বিকাল

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়লো ১১ দোকান ও ১২ সেল্টার

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়লো ১১ দোকান ও ১২ সেল্টার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুন, এক ঘন্টা পরে নিয়ন্ত্রণ আসলো আগুন, এতে পুড়লো এনজিও সংস্থা ব্রাকের লার্নিং সেন্টার ও ১১ টি দোকান, ১২ টি রোহিঙ্গাদের সেল্টার।

আজ রবিবার (১ ডিসেম্বর) দুপুরের দিকে উখিয়ার ৭ নম্বর বি/৭ ব্লকের রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন উখিয়ার ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মোহাম্মদ শরিফুল ইসলাম।

তিনি বলেন, আজ রবিবার দুপুরের দিকে রোহিঙ্গা ক্যাম্প -৭ এ আগুন লাগে।এ খবর পেয়ে ফায়ার সার্ভিসে ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।

ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন এনজিও কর্মী, রোহিঙ্গা ভলান্টিয়ার ও সাধারণ রোহিঙ্গাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় ১ ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে। সে সঙ্গে এপিবিএন পুলিশের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষার্থে কাজ করেছেন।

আরও পড়ুন

এতে আগুনে পুড়েছে এনজিও সংস্থা ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কেন্দ্রের ভেতরে থাকা সেলাই মেশিনসহ অন্যান্য সরঞ্জাম, ১১ টি দোকান, একটি লার্নিং সেন্টার এবং ১২ টি রোহিঙ্গা সেল্টারে আগুনে পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা যায়। তবে হতাহতের কোন তথ্য পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এনজিও সংস্থা ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কেন্দ্রের সোলার প্যানেলের ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসু’র নেতৃত্বে তিন দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের মার্চ

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

বিদেশে হাদির চিকিৎসার খরচ দেবে সরকার : অর্থ উপদেষ্টা

‘জুলাই-আগস্ট আন্দোলনের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র পুনরুজ্জীবনের প্রত্যাশা তৈরি হয়েছে’

হাদিকে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগ ব্লকেড

এভারকেয়ার থেকে বিমানবন্দরের পথে ওসমান হাদি