ভিডিও বুধবার, ০৬ নভেম্বর ২০২৪

চার সিনেমায় সুবর্ণা মজুমদার..

ছবি: শিথিল রহমান, চার সিনেমায় সুবর্ণা মজুমদার..

অভি মঈনুদ্দীন: বেশ কয়েক বছর ধরেই টিভি নাটকে নিয়মিত অভিনয় করছেন সুবর্ণা মজুমদার। বর্তমানে তার অভিনীত বেশ কয়েকটি ধারাবাহিক নাটকও প্রচার হচ্ছে। বাংলাদেশ টেলিভিশনে প্রচার হচ্ছে তার অভিনীত দুটি নাটক। একটি ‘বনবাসে রহিম রূপবান, অন্যটি ‘দক্ষিণের সমীকরণ’। ‘বনবাসে রহিম রূপবান’-এ তিনি রূপবান চরিত্রে অভিনয় করছেন ।

‘দক্ষিণের সমীকরণ’-এ তিনি অভিনয় করছেন মিলা চরিত্রে। এছাড়াও আরটিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক সনজিত সরকারের ‘চিটার অ্যাণ্ড জেন্টলম্যান’ নাটকে তিনি অভিনয় করছেন জারা চরিত্রে। গত সোমবার সুবর্ণা রাজধানীর উত্তরায় ‘চিটার অ্যাণ্ড জেন্টলম্যান’ নাটকের শুটিং-এ অংশ নিয়েছেন।

তবে সুবর্ণা জানালেন, তিনি চারটি সিনেমায় অভিনয় করছেন। বেশ কয়েকবছর আগে তিনি আমীরুল ইসলাম শোভা পরিচালিত ‘সেভ দ্য লাইফ’ সিনেমার কাজ শুরু করেছিলেন। এই সিনেমার পঞ্চাশ ভাগ শুটিং হবার পর অজানা এক কারণে সিনেমার কাজ বন্ধ হয়ে যায়। এতে সুবর্ণা একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। এরইমধ্যে সুবর্ণা অভিনীত সাইফুল ইসলাম মান্নু পরিচালিত ‘অনাবৃত’ সিনেমাটি বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে বেশ প্রশংসা কুঁড়াচ্ছে। এছাড়াও তিনি এইচ আর হাবিব পরিচালিত ‘জলকিরণ’ সিনেমাতেও অভিনয় করেছেন। ‘অনাবৃত’ দেশের সিনেমায় মুক্তির অপেক্ষায়। আবার ‘জলকিরণ’ও রয়েছে মুক্তির অপেক্ষায়। আগামী মাস থেকে সুবর্ণা মজুমদার প্রথমবারের মতো সরকারী অনুদানের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। সিনেমার নাম ‘সনাতন’। এটি নির্মাণ করবেন জহির রায়হান। এই সিনেমায় সুবর্ণা অভিনয় করবেন কনিকা নামের একটি চরিত্রে।

আরও পড়ুন

সুবর্ণা মজুমদার বলেন,‘ অভিনয়ে আমি খুব বেশি যে ব্যস্ত এমনটা নয়। আমি শুরু থেকেই কম কম কাজ করে আসছি। চেষ্টা করেছি ভালো ভালো গল্পের নাটকে অভিনয় করতে। এখনো সেই চেষ্টাটাই অব্যাহত আছে। তবে ভালো গল্পের সিনেমায় কাজ করার অপেক্ষায় ছিলাম বহু বছর। অনাবৃত’ সিনেমাটি দেশের বাইরে প্রদর্শিত হচ্ছে, প্রশংসিত হচ্ছে। জলকিরণ-সিনেমার গল্পটাও এক কথায় অসাধারণ আমি খুব আশাবাদী। সেভ দ্য লাইফ’র গল্পটাও ভালো ছিলো। কিন্তু সেটাতো মনে হয়না আর কোনোদিন হবে। তবে এবাই প্রথমবার অনুদানের সিনেমায় কাজ করতে যাচ্ছি। সনাতন’ নামের এই সিনেমার গল্পটাই আমাকে সিনেমাটিতে কাজ করতে আগ্রহী করে তুলেছে। আসলে আমি যতোগুলো সিনেমাতে অভিনয় করছি, প্রত্যেকটাই একটু অফট্র্যাকধর্মী সিনেমা। সিনেমাগুলো মুক্তি পেলে দর্শকের কাছ থেকে ভালো মন্দ জানতে পারবো।’ 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদক সমন্বিত রংপুর জেলা কার্যালয়ে সহকারী ২ কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

গ্যাস সংকটে বন্ধ যমুনা সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

তেঁতুলিয়ায় উত্তরের জেলাগুলোতে ধীরলয়ে নামছে শীত

আমোরিমের শেষ ম্যাচে বিধ্বস্ত ম্যানচেস্টার সিটি

চমক নিয়ে আসছে ব্লুটুথের নতুন ভার্সন

১০ হাজারে বিক্রি হলো লম্বু পোয়া মাছ