বগুড়ার আদমদীঘিতে আ’লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুইজন গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে হামলা, ভাঙচুর সংক্রান্ত নাশকতার মামলায় ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইসলামইল হোসেন (৬০) ও কলেজ শাখার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিঠু আলীকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে তাকে গ্রেফতর করা হয়।
গ্রেফতারকৃত ইসমাইল হোসেন উপজেলার কায়েতপাড়া গ্রামের রহিম সরদারের ছেলে ও সান্তাহার ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং মিঠু আলী আদমদীঘি সদরের ডহরপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে ও রহিম উদ্দিন ডিগ্রি কলেজ শাখার নিষিদ্ধ ছাত্রলীগের সম্পাদক।
আরও পড়ুনথানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেফতারকৃতদের আজ শনিবার (২৪ মে) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন