লালমনিরহাটের কাঁচাবাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে অস্থিরতা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কাঁচাবাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে পেঁয়াজ, রসুন ও আদার দামে অস্থিরতা দেখা দিয়েছে। দুই সপ্তাহেরও বেশি সময় ধরে এই তিন পণ্যের দাম ক্রমেই বাড়ছে। যা ভোক্তাদের জন্য চাপ হয়ে দাঁড়িয়েছে।
আজ শনিবার (৩০ আগস্ট) বিকেলে স্থানীয়ভাবে বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, দেশি ও ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি ৭০ থেকে ৮০ টাকায়। দেশি রসুন কিছুটা স্বস্তিদায়ক হলেও ৯০ থেকে ১২০ টাকা বিদেশি রসুনের দাম। অন্যদিকে দেশি আদা বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৭০ টাকায়। তবে আলুর দাম তুলনামূলক স্থিতিশীল। দেশি আলু মিলছে ২০-২৫ টাকা কেজি।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, দেশি পেঁয়াজের উৎপাদন যথেষ্ট হলেও কৃষকের উৎপাদন খরচ বাড়ায় পাইকারি পর্যায়েই দাম বেশি থাকে। অন্যদিকে ভারতীয় পেঁয়াজের আমদানি নিয়মিত না হওয়ায় বাজারে সরবরাহ কমে গেছে। ফলে দামের ওপর প্রভাব পড়েছে। এছাড়া রসুন ও আদা আমদানিনির্ভর হওয়ায় আমদানি ব্যাহত হলেই বাজারে অস্থিরতা তৈরি হয়।
আরও পড়ুনএদিকে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম প্রতিদিন ওঠানামা করায় বিপাকে পড়েছেন ক্রেতারা। শাম্মী আক্তার পারভীন নামে এক ক্রেতা বলেন, রান্নায় পেঁয়াজ-রসুন ছাড়া উপায় নেই। বাধ্য হয়ে বেশি দামে কিনতে হচ্ছে। মাস শেষে খরচ সামলাতে হিমশিম খেতে হচ্ছে। আরেক ক্রেতা নুরুল হক বলেন, এক মাসের বেশি সময় ধরে বাজার অস্থির। সরকারের উচিত বিষয়টি মনিটরিং করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া।
মন্তব্য করুন