ভিডিও রবিবার, ৩১ আগস্ট ২০২৫

বগুড়ার নন্দীগ্রামে সারের বাজারে তদারকি জোরদার

বগুড়ার নন্দীগ্রামে সারের বাজারে তদারকি জোরদার। ছবি : দৈনিক করতোয়া

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : আমন মৌসুমে কৃষকরা যাতে সরকার নির্ধারিত দামে সব ধরনের সার কিনতে পারেন, সেজন্য নন্দীগ্রামে সারের বাজার তদারকিতে জোর দিয়েছে উপজেলা কৃষি অফিস। ইতোমধ্যেই পর্যাপ্ত সার বরাদ্দ দেওয়া হয়েছে এবং ডিলারদের গুদামে মজুদও রয়েছে। ফলে এ মৌসুমে সারের কোনো সঙ্কট নেই বলে নিশ্চিত করেছেন কৃষি কর্মকর্তারা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, আগস্ট মাসে নন্দীগ্রামে ৯০৫ মেট্রি টন ইউরিয়া, ২৬৪ মেট্রিকটন টিএসপি, ৩২৪ মেট্রিকটন এমওপি ও ৪১০ মেট্রিকটন ডিএপি সার উত্তোলন করা হয়েছে। সরকার নির্ধারিত দরে সারের বস্তা প্রতি দাম হচ্ছে ইউরিয়া ১,৩৫০ টাকা, টিএসপি ১,৩৫০ টাকা, এমওপি ১,০০০ টাকা ও ডিএপি ১,০৫০ টাকা। বর্তমানে নন্দীগ্রাম পৌর এলাকা ও উপজেলার ৫ ইউনিয়নে বিসিআইসি’র ১৩ জন ও বিএডিসি’র ২৩ জন ডিলারের মাধ্যমে সার বিক্রি হচ্ছে।

বুড়ইল ইউনিয়নের বীরপলি বাজারের বিএডিসি’র সার ডিলার আলহাজ্ব রুহুল আমিন বলেন, আমি সরকারি রেটেই সার বিক্রি করছি। কৃষকরা কোনো সঙ্কট ছাড়াই আমার দোকান থেকে সার সংগ্রহ করছেন। স্থানীয় কৃষকরাও জানান, বাজারে সরকার নির্ধারিত রেটেই সার পাওয়া যাচ্ছে এবং সঙ্কটের কোনো শঙ্কা নেই।

আরও পড়ুন

এ বিষয়ে আজ শনিবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কোনো ডিলার বা খুচরা ব্যবসায়ী সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এজন্য প্রত্যেক সার বিক্রেতার দোকানে সারের মূল্য তালিকা প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।

পাশাপাশি আমরা নিয়মিত বাজার তদারকি ও গুদাম পরিদর্শন চালিয়ে যাচ্ছি। তিনি জানান, চলতি আমন মৌসুমে সারের কোনো সঙ্কট হবে না ইনশাআল্লাহ। আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাঠপর্যায়ে কৃষকদের সার্বিক সহায়তা অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে এক ঘন্টার বৃষ্টিতে নগরীর অলিগলির সড়কে জলাবদ্ধতা 

পাবনার ভাঙ্গুড়ায় ১২ দিনেও পরিচয় মেলেনি লরির চাপায় নিহত দুই নারীর, চালক-হেলপার গ্রেফতার

বগুড়ার ধুনট পৌর নির্বাহী কর্মকর্তার জমির ধান গাছ কেটে জমি দখলের চেষ্টা

লালমনিরহাটের কাঁচাবাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে অস্থিরতা

পাবনার সুজানগরের পদ্মা নদীতে বিষ দিয়ে মাছ শিকার

রংপুরে হামলার আশঙ্কায় জাতীয় পার্টির কার্যালয়ে নেতাকর্মীদের অবস্থান