খুলনায় কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে সুমন কুমার ঘরামী নামে এক পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় তার বাড়িতে চলছে শোকের মাতম। এলাকাবাসীও সেখানে ভিড় করেছেন। তার মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমেছে।
শুক্রবার (২ আগস্ট) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা সংঘর্ষে সুমন ঘরামী নামে ওই পুলিশ সদস্য নিহত হন। তিনি খুলনা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।
নিহত সুমন কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের কিসমত মালিপাটন গ্রামের মুক্তিযোদ্ধা সুশীল ঘরামীর ছেলে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসীন হোসেন জানান, রাতেই নিহত সুমনের মরদেহ বাড়িতে নেওয়া হতে পারে। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।