বগুড়ার শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক সানি বাবু (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় অপর আরোহী আবু সাঈদ (১৬) গুরুতর আহত হন। গতকাল শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার বগুড়া-নাটোর সড়কের বাঁশবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সানি বাবু উপজেলার খরনা ইউনিয়নের বীরগ্রাম এলাকার বাবু প্রামানিকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সনি বাবু ও আবু সাঈদ একটি মোটরসাইকেলযোগে টেংগামাগুর স্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বাঁশবাড়িয়া নামক স্থানে বিপরীতমুখী একটি অজ্ঞাতনামা ট্রাকের ধাক্কায় আবু সাঈদ মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান এবং সনি বাবু মোটরসাইকেলসহ ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ সানি বাবুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আহত আবু সাইদ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক



_medium_1763660052.jpg)
_medium_1763659728.jpg)
_medium_1763659259.jpg)

