ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

দুগ্ধজাত খাবার পুষ্টি নিশ্চিতের পাশাপাশি দৈহিক ও মানসিক বিকাশ করে- ডিসি হোসনা আফরোজা

দুগ্ধজাত খাবার পুষ্টি নিশ্চিতের পাশাপাশি দৈহিক ও মানসিক বিকাশ করে- ডিসি হোসনা আফরোজা। ছবি : দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার : দুধের অপার শক্তিতে, মেতে উঠি একসাথে’ প্রতিপাদ্যতে বগুড়ায় নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব দুগ্ধ দিবস। দিনটি উপলক্ষে আজ রোববার (১ জুন) সকালে জেলা প্রাণি সম্পদ দপ্তর থেকে র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় র‌্যালি পরবর্তী জেলা প্রাণি সম্পদ দপ্তর মাঠে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রাণি সম্পদ অফিসার ড. মো. আনিছুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা।

এ সময় তিনি বলেন, দুধ বা দুগ্ধজাত খাবার মানুষের পুষ্টি নিশ্চিতের পাশাপাশি দৈহিক ও মানসিক বিকাশে ভূমিকা রাখে। দুধ পানের গুরুত্ব বিভিন্ন পাঠ্য বইয়েও তুলে ধরা হয়েছে যেখানে সুস্থ থাকার নিমিত্তে প্রতিদিন ২৫০ মিলি দুধ পান করার কথা বলা হয়েছে। তিনি বলেন, গবাদি পশু পালন কিংবা ডেইরী ফার্মগুলোকে এগিয়ে নিতে সরকার সাধ্যমতো সব প্রয়াস করে যাচ্ছে শুধুমাত্র সাধারণ মানুষ যেন তাদের চাহিদা অনুযায়ী আমিষের চাহিদা পূরণ করতে পারে।

আরও পড়ুন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম, জেলা সিভিল সার্জন এ কে এম মোফাখখারুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সোহেল মো: শামসুদ্দিন ফিরোজ, জেলা ট্রেনিং অফিসার ডা: মো: মোস্তাফিজুর রহমান, বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদ, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: রায়হান, এশিয়া সুইটস এর সত্ত্বাধিকারী নূরুল হুদা তিলক প্রমুখ।

সভা পরবর্তী বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাংকন, রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনের কর্মসূচি শেষ হয়। এছাড়াও দিনটি উপলক্ষে জেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে অনগ্রসর ১১’শ জনকে প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে দুধ পান করানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী সার্কিট হাউসের আরও ভবন নির্মাণ করতে ৫২টি গাছ কাটা হচ্ছে

লালমনিরহাটের সীমান্তে ঘাস কাটতে যাওয়া যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

সিরাজগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

৪ দফা দাবিতে বগুড়া পলিটেকনিক‘র শিক্ষার্থীদের বেতগাড়িতে ব্লকেড

উত্তরা ইপিজেডের শ্রমিক গ্রেফতার নিয়ে উত্তেজনা, ডিসি-এসপি অফিস ঘেরাও

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে পলাতক ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেফতার