ভিডিও বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৪ মে, ২০২৪, ০৭:০২ বিকাল

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে রবীন্দ্রজয়ন্তী উদযাপন

ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।

 

বিশ্ব কবির জন্মদিন উপলক্ষে হাই কমিশনের এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশের হাই কমিশনার মো. মোস্তাফিজুর রহমান, সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, স্বাগতিক দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং বিপুল সংখ্যক বাঙালি।

 

অনুষ্ঠানের শুরুতেই হাই কমিশনার মো. মোস্তাফিজুর রহমান অতিথিদের স্বাগত জানান। হাই কমিশনার তাঁর বক্তব্যে বলেন, কবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী যিনি সাহিত্য, কলা, সংগীত, শিক্ষা, সংস্কৃতি ও সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি উপনিবেশবাদ, গোঁড়ামি এবং সমাজের নানা অনাচারের বিরুদ্ধে রবীন্দ্রনাথের বলিষ্ঠ লেখনীর কথা তুলে ধরেন এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথের অবদানকে স্মরণ করেন। কবিগুরুর “আমার সোনার বাংলা” গানটিকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করায় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুন

অনুষ্ঠানে শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা রবীন্দ্র সংগীত পরিবেশন করেন। তাঁর প্রাণবন্ত সংগীত পরিবেশনায় উপস্থিত শ্রোতারা মুগ্ধতা প্রকাশ করেন। বন্যা সম্প্রতি ভারত সরকারের নিকট হতে পদ্মশ্রী পদক লাভ করেন।

 
 

সংগীত সন্ধ্যার শেষে সুস্বাদু বাংলাদেশি খাবার পরিবেশন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক দলগুলোও সুষ্ঠু নির্বাচনের জন্য জাতির কাছে দায়বদ্ধ

শততম টেস্টে মুশফিক কে বিসিবি’র  বিশেষ সম্মাননা 

এনসিটিবি নতুন বছরের পাঠ্যবই সরবরাহ শুরু করেছে 

জাতীয় সংসদ নির্বাচনের নিজের আসন ঘোষণা করলেন সাবেক ডাকসু ভিপি নুর

সারা দেশের পৌরসভায় ৮৯৭ জনের চাকরির সুযোগ

আজ ইসির সঙ্গে বৈঠক করবে বিএনপি-জামায়াতসহ ১২ দল