ভিডিও বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৯ জানুয়ারী, ২০২৬, ০৯:১৮ রাত

ফেনীতে শিশু নাষিদ হত্যা মামলার রায়ে তিনজনের মৃত্যুদণ্ড

ফেনীতে শিশু নাষিদ হত্যা মামলার রায়ে তিনজনের মৃত্যুদণ্ড

ফেনী গ্রামার স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র শিশু নাষিদ (১০) অপহরণ ও হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত তিন আসামিকে মৃত্যুদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ফেনী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ এন এম মোরশেদ আলম এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— তুষার, ওয়াসিম ও রিফাত।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২৪ সালের ৮ ডিসেম্বর বিকেলে শিবলু সড়কের কোচিং সেন্টারে যাওয়ার পথে শিশু নাষিদকে অপহরণ করে আসামী তুষার ও ওয়াসিম। তারা শিশুটিকে পূর্ব দেবীপুরের রেললাইনের নিকটবর্তী ঝাউ বাগানের একটি নির্জন ঘরে নিয়ে যায়। সেখানে তুষারের নির্দেশে ওয়াসিম জুসের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে নাষিদকে অচেতন করে ফেলে।

পরবর্তীতে অভিযুক্তরা নাষিদের হাত-পা ধরে শ্বাসরোধ করে তাকে হত্যা করে। হত্যার পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে তারা লাশটি একটি স্কুল ব্যাগে ভরে তাতে পাথর ঢুকিয়ে রেললাইনের পাশের ডোবার কচুরিপানার নিচে লুকিয়ে রাখে।

নিখোঁজের চারদিন পর অর্থাৎ ১২ ডিসেম্বর ২০২৪ তারিখে পুলিশ আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডোবা থেকে নাষিদের মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন

মামলার বিচারিক প্রক্রিয়ায় আদালত মোট ২১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে এই রায় প্রদান করেন।

রায়ে আদালত ৩টি পৃথক ধারায় আসামিদের সাজা নিশ্চিত করেছেন। প্রথমত, দণ্ডবিধির ৩০২ ধারায় পরিকল্পিত হত্যাকাণ্ডের দায়ে তিন আসামিকেই মৃত্যুদণ্ড এবং ১ লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে, যা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। দ্বিতীয়ত, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৮ ধারায় মুক্তিপণ ও অপহরণ সংক্রান্ত অপরাধে প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে, যা অনাদায়ে ১ বছর কারাদণ্ড হিসেবে গণ্য হবে। এছাড়া, দণ্ডবিধির ২০১ ধারায় লাশ গুম ও আলামত নষ্টের অপরাধে প্রত্যেককে ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়, যা অনাদায়ে আরও ৩ মাস কারাদণ্ড ভোগ করতে হবে।

রায় ঘোষণার পর নিহত নাষিদের পরিবার সন্তোষ প্রকাশ করে দ্রুত এই রায় কার্যকর করার দাবি জানিয়েছে। অন্যদিকে, আদালতের এই কঠোর রায়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে অধ্যাদেশ অনুমোদন

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সিরাজগঞ্জে একই দলের প্রার্থী মামা-ভাগ্নে

ফেনীতে শিশু নাষিদ হত্যা মামলার রায়ে তিনজনের মৃত্যুদণ্ড

টেংরাটিলা গ্যাসক্ষেত্রে বিস্ফোরণে ৫১৬ কোটি টাকা ক্ষতিপূরণ পাবে বাংলাদেশ

ডোনাল্ড ট্রাম্পের ওপর বিরক্ত, যুক্তরাষ্ট্র ছাড়ছেন ক্রিস্টেন স্টুয়ার্ট