ভিডিও বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৯ জানুয়ারী, ২০২৬, ০১:২১ দুপুর

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে লিভারপুল-সিটি

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে লিভারপুল-সিটি, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলো নিশ্চিত করেছে লিভারপুল ও ম্যানচেস্টার সিটি। তবে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) এবং রেকর্ড ১৫ বারের শিরোপাজয়ী রিয়াল মাদ্রিদ শীর্ষ ষোলোতে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে।

প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল অ্যানফিল্ডে লিগ পর্বের অষ্টম ও শেষ ম্যাচে কারাবাখকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে। এই জয়ে ৩৬ দলের টেবিলে তৃতীয় স্থানে শেষ করেছে তারা। এর আগে আর্সেনাল ও বায়ার্ন মিউনিখ শেষ ষোলো নিশ্চিত করেছিল। লিভারপুলের সঙ্গে শেষ ষোলোতে উঠেছে টটেনহ্যাম, বার্সেলোনা, চেলসি, স্পোর্টিং লিসবন ও ম্যানচেস্টার সিটিও।

অন্যদিকে, নিউক্যাসলের বিপক্ষে ঘরের মাঠে ১-১ ড্র করায় নকআউট প্লে-অফ খেলতে হবে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজিকে। যেমনটা তারা গত মৌসুমেও করেছিল। সাবেক কোচ হোসে মরিনহোর বেনফিকার মাঠে ৪-২ গোলের নাটকীয় হারে সরাসরি শেষ ষোলোতে উঠতে পারেনি রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৯৮তম মিনিটে গোলরক্ষক আনাতোলি ত্রুবিনের গোলে শেষ প্লে-অফের টিকিট নিশ্চিত করে বেনফিকা। ২০২৩ সালের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ইতিহাদ স্টেডিয়ামে গ্যালাতাসারাইকে ২-০ গোলে হারিয়ে অষ্টম স্থান নিশ্চিত করেছে। গোল করেছেন আর্লিং হাল্যান্ড ও রায়ান শেরকি।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে লিভারপুল-সিটি

শেরপুরে সহিংস ঘটনায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান সরকারের

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক ব্যবসা ও টেকসই উন্নয়ন সম্মেলন শুরু

দুই আসনের ব্যালটে ‘দাঁড়িপাল্লা’ না রাখতে অনুরোধ জামায়াতের

রাজশাহীতে তারেক রহমান, জনসভায় মানুষের ঢল

সবুজ বাসে নির্বাচনি প্রচারণা শুরু করলেন জামায়াত আমির