বিশ্বকাপ ভ্রমণে পাকিস্তানের পরিকল্পনা ফাঁস
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করতে পারে পাকিস্তান। এমন গুঞ্জন রটিয়ে ভেতরে ভেতরে শ্রীলংকার কলম্বোর উদ্দেশে এয়ার লংকা ফ্লাইটের বুকিং দিয়ে রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
গত সোমবার পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে মিটিং করে জানান, বিশ্বকাপ খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে শুক্রবার বা সোমবার।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি-র খবর, টেলিকম এশিয়া স্পোর্ট-কে এক সূত্র জানিয়েছে, ‘বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা থাকলেও অস্ট্রেলিয়া দলের সঙ্গে লাহোর থেকে কলম্বোর উদ্দেশে এয়ার লঙ্কা ফ্লাইটের বুকিং দিয়ে রেখেছে পাকিস্তান দল।’
সেই সূত্র আরও জানায়, ‘আমরা আশা করি শুক্রবারেই পিসিবি প্রধান মহসিন নাকভি বিশ্বকাপে দলের অংশগ্রহণের ব্যাপারে স্পষ্ট বার্তা দেবেন।’
আরও পড়ুনওই সূত্রের উদ্ধৃতি দিয়ে টেলিকম এশিয়া লিখেছে, ‘নাকভি প্রেসিডেন্ট আসিফ জারদারি ও সামরিক বাহিনীর কাছ থেকেও পরামর্শ নিয়েছিলেন, তারপর পিসিবির সাবেক চেয়ারম্যান নাজাম শেঠী ও রমিজ রাজার সঙ্গেও দেখা করেন। তারা দুজনেই শ্রীলঙ্কায় দল পাঠানোর ব্যাপারে সায় দিয়েছেন। ভারত ম্যাচও বয়কট না করার পরামর্শ দিয়েছেন।’
আগামীকাল (বৃহস্পতিবার) থেকে লাহোরে অস্ট্রেলিয়ার সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। ৭ ফেব্রুয়ারি তারা প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলবে নেদারল্যান্ডসের সঙ্গে। ভারতের বিপক্ষে তারা খেলবে ১৫ ফেব্রুয়ারি।
মন্তব্য করুন









