ভিডিও বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৮ জানুয়ারী, ২০২৬, ০৪:১৫ দুপুর

এআই নির্ভরতায় চাকরি হারালেন স্প্যানিশ কোচ

এআই নির্ভরতায় চাকরি হারালেন স্প্যানিশ কোচ, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : দল পরিচালনায় অতিরিক্ত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নির্ভরতাই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়াল স্প্যানিশ কোচ রবার্তো মোরেনোর জন্য। রাশিয়ার ক্লাব এফসি সোচি থেকে বরখাস্ত হওয়ার চার মাস পর সম্প্রতি সামনে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ উঠেছে, ম্যাচের একাদশ নির্বাচন থেকে শুরু করে বদলি খেলোয়াড় নির্ধারণ সব কিছুতেই চ্যাটজিপিটি’র ওপর অন্ধ নির্ভরতা করায় তাকে চাকরি হারাতে হয়েছে।

৪৮ বছর বয়সী রবার্তো মোরেনো স্প্যানিশ ফুটবলের বেশ পরিচিত মুখ। তিনি এক সময় স্পেন জাতীয় দলের প্রধান কোচ ছিলেন এবং বার্সেলোনায় লুইস এনরিকের সহকারী হিসেবেও কাজ করেছেন। তবে এফসি সোচির সাবেক মহাপরিচালক আন্দ্রে অরলভ রুশ গণমাধ্যমকে জানিয়েছেন, মোরেনো তার দৈনন্দিন কোচিং কার্যক্রমে চ্যাটজিপিটিকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করতেন। ম্যাচের কৌশল নির্ধারণ ছাড়াও দলের ছোট-বড় প্রায় সব সিদ্ধান্তেই তিনি এই এআই চ্যাটবটের ওপর ভরসা করতেন।

অরলভের দেয়া তথ্যমতে, শুধু মাঠের খেলা নয়, দলের ভ্রমণসূচি তৈরিতেও এআই ব্যবহার করতেন মোরেনো। একবার খাবারভস্ক সফরের পরিকল্পনা নিয়ে অরলভ প্রশ্ন তুললে মোরেনো উত্তর দিয়েছিলেন, ‘সবকিছু চ্যাটজিপিটি দিয়ে পরিকল্পনা করা আছে।’ কিন্তু বাস্তবক্ষেত্রে দেখা যায়, সেই পরিকল্পনার কারণে খেলোয়াড়দের টানা ২৮ ঘণ্টা ঘুমহীন কাটাতে হতো। মূলত এআই-এর দেয়া অবাস্তব পরিকল্পনাগুলো দলের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলে।

আরও পড়ুন

চলতি মৌসুমের শুরুটা সোচির জন্য ছিল ভয়াবহ। প্রথম সাত ম্যাচে দল মাত্র এক পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়। ফলে গত ১ সেপ্টেম্বর তাকে কোচের পদ থেকে সরিয়ে দেয় ক্লাব কর্তৃপক্ষ। অরলভ এ প্রসঙ্গে বলেন, ‘চ্যাটজিপিটি সহায়ক হিসেবে ব্যবহার করা যেতেই পারে, কিন্তু মোরেনো এটাকেই তার মস্তিস্ক বানিয়ে ফেলেছিলেন।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআই নির্ভরতায় চাকরি হারালেন স্প্যানিশ কোচ

আরেক ইসরাইলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

প্লেব্যাক ছাড়ার কারণ জানালেন অরিজিৎ সিং

আইসিসি স্বীকৃত ১০টি ফ্র্যাঞ্চাইজি লিগের মধ্যে সবার নিচে বিপিএল

ঘুসকাণ্ডে দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডির কারাদণ্ড

আমেরিকায় জায়েদ খানের সঙ্গে র‌্যাম্পে তানিয়া