ভিডিও বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৮ জানুয়ারী, ২০২৬, ০৪:১২ দুপুর

আরেক ইসরাইলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আরেক ইসরাইলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি এবং নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বুধবার (২৮ জানুয়ারি) এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। 

রয়টার্স জানিয়েছে, ওই ব্যক্তির বিরুদ্ধে ইরানের জাতীয় নিরাপত্তার ক্ষতিসাধন এবং ইসরাইলি গোয়েন্দাদের গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ার দাবি করেছে তেহরান কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরাইলের মধ্যে চলমান চরম উত্তেজনার মধ্যেই এই দণ্ড কার্যকর করার বিষয়টি সামনে এলো।

ইরানের বিচার বিভাগ জানিয়েছে, দণ্ডিত ব্যক্তি দীর্ঘদিন ধরে মোসাদের এজেন্টদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আসছিলেন এবং ইরানের সামরিক ও কৌশলগত স্থাপনা সম্পর্কিত সংবেদনশীল তথ্য পাচার করেছিলেন। এছাড়া দেশের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্যবস্তু করার ষড়যন্ত্রেও তার সংশ্লিষ্টতা ছিল বলে জানানো হয়েছে। তবে নিরাপত্তার খাতিরে ওই ব্যক্তির পরিচয় বা মৃত্যুদণ্ড কার্যকরের সুনির্দিষ্ট স্থান প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন

ইরান বরাবরই তাদের দেশে ইসরাইলি অনুপ্রবেশ ও গুপ্তচরবৃত্তির বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থান নিয়ে থাকে। সাম্প্রতিক বছরগুলোতে ইরানের পরমাণু বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তাদের ওপর বেশ কয়েকটি হামলার ঘটনায় তেহরান সরাসরি ইসরাইলকে দায়ী করে আসছে। আজকের এই মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাটি মূলত ইসরাইলি গোয়েন্দা তৎপরতার বিরুদ্ধে ইরানের একটি কঠোর সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। সূত্র : রয়টার্স।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরেক ইসরাইলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

প্লেব্যাক ছাড়ার কারণ জানালেন অরিজিৎ সিং

আইসিসি স্বীকৃত ১০টি ফ্র্যাঞ্চাইজি লিগের মধ্যে সবার নিচে বিপিএল

ঘুসকাণ্ডে দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডির কারাদণ্ড

আমেরিকায় জায়েদ খানের সঙ্গে র‌্যাম্পে তানিয়া

নিরাপত্তা নিশ্চয়তা পেতে ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে চুক্তি করতে হবে : যুক্তরাষ্ট্র