ভিডিও বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৯ জানুয়ারী, ২০২৬, ০১:০৮ দুপুর

দুই আসনের ব্যালটে ‘দাঁড়িপাল্লা’ না রাখতে অনুরোধ জামায়াতের

দুই আসনের ব্যালটে ‘দাঁড়িপাল্লা’ না রাখতে অনুরোধ জামায়াতের, ছবি: সংগৃহীত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই আসনের ব্যালট পেপারে জামায়াত মনোনীত প্রার্থীর জন্য ‘দাঁড়িপাল্লা’ প্রতীক না রাখার অনুরোধ জানিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

গত ২৩ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর এই চিঠি পাঠানো হয়। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সইকৃত ওই চিঠিতে বলা হয়, জাতীয় সংসদের ২০০ নম্বর আসন (নরসিংদী-২) ও ২৮৫ নম্বর আসনে (চট্টগ্রাম-৮) জামায়াতে ইসলামীর পক্ষ থেকে যথাক্রমে মো. আমজাদ হোসাইন ও মো. আবু নাসেরকে মনোনয়ন দেওয়া হয়েছিল। কিন্তু ১০ দলীয় নির্বাচনি ঐক্যের সমঝোতার পরিপ্রেক্ষিতে আসন দুটি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীদের ছেড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন

চিঠিতে উল্লেখ করা হয়, নরসিংদী-২ আসনটি জাতীয় নাগরিক পার্টির মনোনীত প্রার্থী গোলাম সরোয়ারকে এবং চট্টগ্রাম-৮ আসনটি মো. জোবাইরুল হাসান আরিফকে ছেড়ে দেওয়া হয়েছে। জামায়াত মনোনীত এই দুই প্রার্থী যথাসময়ে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি। এই প্রেক্ষাপটে আসন দুটির ব্যালট পেপারে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক না রাখার জন্য অনুরোধ জানিয়েছে দলটি। বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য চিঠিতে সবিনয় অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক ব্যবসা ও টেকসই উন্নয়ন সম্মেলন শুরু

দুই আসনের ব্যালটে ‘দাঁড়িপাল্লা’ না রাখতে অনুরোধ জামায়াতের

রাজশাহীতে তারেক রহমান, জনসভায় মানুষের ঢল

সবুজ বাসে নির্বাচনি প্রচারণা শুরু করলেন জামায়াত আমির

আধুনিকতার সেতুবন্ধনে প্রথমবারের মতো পডকাস্টে তারেক রহমান

চ্যাম্পিয়ন্স লিগ : গোলকিপারের গোলে রিয়ালকে হারাল বেনফিকা