ফিক্সিংয়ের অভিযোগে নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের তারকা ক্রিকেটার
স্পোর্টস ডেস্ক: ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেলেন যুক্তরাষ্ট্র। দুর্নীতি ও অসাধু আচরণসংক্রান্ত পাঁচটি ধারায় অভিযুক্ত হয়ে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছেন দলটির তারকা ক্রিকেটার অ্যারন জেন্স। বুধবার (২৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
অভিযোগগুলোর বেশিরভাগই ২০২৩–২৪ মৌসুমে বার্বাডোজে অনুষ্ঠিত বিম১০ টুর্নামেন্টকে ঘিরে, যা ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) অধীনে আয়োজিত হয়েছিল। এছাড়া পাঁচটি অভিযোগের মধ্যে দুটি আন্তর্জাতিক ম্যাচ সংশ্লিষ্ট, যা আইসিসির এখতিয়ারভুক্ত।
সিডব্লিউআইয়ের অভিযোগ অনুযায়ী, ওই টুর্নামেন্টে নির্দিষ্ট কিছু মুহূর্তে ম্যাচের গতিপথ প্রভাবিত করার চেষ্টা করেছিলেন জোনস। পাশাপাশি সন্দেহজনক প্রস্তাবের কথা কর্তৃপক্ষকে না জানানো এবং তদন্তে সহযোগিতা না করার অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে।
এদিকে আইসিসির পক্ষ থেকে বলা হয়েছে, দুর্নীতিমূলক প্রস্তাবের তথ্য গোপন রাখা এবং তদন্তে বাধা দিতে প্রমাণ লুকানো বা পরিবর্তনের মতো গুরুতর অভিযোগের মুখে পড়েছেন এই মার্কিন ব্যাটার। এসব অভিযোগ একটি বৃহত্তর তদন্তের অংশ, যেখানে ভবিষ্যতে আরও ব্যক্তি অভিযুক্ত হতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছে আইসিসি।
আরও পড়ুনজোনস নিজের বক্তব্য উপস্থাপনের সুযোগ পাচ্ছেন। ১১ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত নিজের বক্তব্য উপস্থাপনের সুযোগ পাবেন তিনি।।বর্তমানে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অ্যারন জোনস কোনো ধরনের ক্রিকেটে অংশ নিতে পারবেন না।
৩১ বছর বয়সী অ্যারন জোনস যুক্তরাষ্ট্রের হয়ে মোট ১০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। টি–টোয়েন্টি লিগেও পরিচিত মুখ তিনি—সিয়াটল অরকাস ও সেন্ট লুসিয়া কিংসের হয়ে খেলেছেন নিয়মিত। ২০২৪ সালে কিংসের শিরোপা জয়ের মৌসুমে দলের সর্বোচ্চ রানসংগ্রাহকও ছিলেন জোনস। সবশেষ তিনি খেলেছেন ২০২৫ সালের নভেম্বরে আবুধাবির একটি টি–টেন টুর্নামেন্টে।
মন্তব্য করুন









