ভিডিও সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১২ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৬ জানুয়ারী, ২০২৬, ১১:২৩ রাত

লালমনিরহাটে বিএনপি-জামায়াত সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

লালমনিরহাটে বিএনপি-জামায়াত সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে ওই দু’টি দল। আজ সোমবার (২৬ জানুয়ারি) সকালে জামায়াত ও বিকেলে বিএনপি পৃথকভাবে এ সংবাদ সম্মেলন করে। এসময় ঘটনার জন্য একে অপরকে দায়ী করে বক্তব্য প্রদান করা হয়।

এর আগে গতকাল রোববার বিকেলে নির্বাচনি প্রচার প্রচারণার সময় জামায়াতের এক নারীকর্মীকে হিজাব খুলে পরিচয় চাওয়াকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাংবাদিকসহ উভয় দলের ৩০ জন নেতাকর্মী আহত হন। ভাঙচুর ও পুড়িয়ে দেয়া হয়েছে বেশকিছু মোটরসাইকেল।

সংবাদ সম্মেলনে হাতীবান্ধা উপজেলা জামায়াতের আমির রফিকুল ইসলাম বলেন, আমাদের মহিলা কর্মীরা ভোটের প্রচারণায় গেলে তাদের হিজাব খুলে নিতে চায় বিএনপির লোকজন। যা অত্যন্ত নিন্দনীয়। এসময় আমাদের এক কর্মী মোবাইল ফোনে ভিডিও করতে গেলে তার ফোন কেড়ে নিয়ে তাকে মারধর করে বিএনপির নেতাকর্মীরা। এমনকি বাড়িতে ঢুকে মোবাইল, ল্যাপটপ ও মোটরসাইকেল ভাঙচুর করে তারা। এতে ৮ থেকে ১০ নেতাকর্মী আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এবিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। অপরদিকে বিএনপির সংবাদ সম্মেলনে হাতীবান্ধা উপজেলা বিএনপির আহবায়ক মোশাররফ হোসেন বলেন, আমাদের এক কর্মীর বাড়িতে দাঁড়িপাল্লার কয়েকজন বোরকা পরিহিত মহিলা ভোট চাইতে গিয়ে বলেন, দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশত পাওয়া যাবে। আপনার স্বামী ও সন্তান বেহেশত নিয়ে যাইতে পারবে না।

আরও পড়ুন

একমাত্র দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশত যাইতে পারবেন। কসম দিয়ে বলছি এই কথা যদি আপনার স্বামী বা অন্য কাউকে বলেন তাহলে আপনার স্বামী ও সন্তানের ক্ষতি হবে। এসময় ওই বাড়ির গৃহিণী জামায়াত কর্মীদের বলেন, ভোট দিয়ে কখনো জান্নাত পাওয়া যায় না। যে ভাবে কথা বলছেন তাতে আমাদের ধর্মের ক্ষতি হচ্ছে।

একপর্যায়ে তারা জামায়াত-শিবিরের লোকজনদের ডেকে নিয়ে গুজব ছড়ায় যে মহিলা কর্মীদের হিজাব খুলতে বলেছেন বিএনপির লোকজন। এসময় তাদের কর্মীরা হামলা চালিয়ে আমাদের লোকজনকে মারধর করে। এতে বেশকিছু বিএনপি নেতাকর্মী আহত হয়। এ ঘটনার ব্যাপারে তারাও আইনি ব্যবস্থা নেবেন বলে জানান সাংবাদিকদের। এমন পরিস্থিতিতে পুলিশি টহল জোরদার করা হয়েছে বলে জানায় পুলিশের দায়িত্বশীল সূত্র।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে বিএনপি-জামায়াত সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতায় বেরোবি শিক্ষার্থীদের রৌপ্য ও তাম্র পদক অর্জন

সিরাজগঞ্জের রায়গঞ্জ হাসপাতালে ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে

রাজশাহীতে বিদ্যুতের খুঁটি ও গাছে ফেস্টুন টানানোয় প্রার্থীকে আদালতে তলব

এ দেশে কেউ সংখ্যালঘু নয় সবাই বাংলাদেশের নাগরিক : ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ছাদখোলা বাসে রাজশাহী ওয়ারিয়র্সকে সংবর্ধনা