জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতায় বেরোবি শিক্ষার্থীদের রৌপ্য ও তাম্র পদক অর্জন
রংপুর জেলা প্রতিনিধি: বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন আয়োজিত ২২তম জাতীয় সিনিয়র/জুনিয়র তায়কোয়ানডো প্রতিযোগিতায় (২০২৫-২৬) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের শিক্ষার্থীরা পৃথক তিনটি ইভেন্টে রৌপ্য ও তাম্র পদক অর্জন করেছেন।
গত ২২ থেকে ২৪ জানুয়ারি রাজধানীর জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাংলা বিভাগের (১৪তম ব্যাচ) শিক্ষার্থী মাসুমা মোয়াজ্জেমা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের (১৬তম ব্যাচ) শিক্ষার্থী মেহেদী হাসান মুন্না এবং জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ (১৪তম ব্যাচ) শিক্ষার্থী মাহমুদা আক্তার রৌপ্য ও তাম্র পদক অর্জন করেন।
প্রতিযোগিতায় পুমসে মিক্সড পেয়ার (পুরুষ ও মহিলা) ইভেন্টে মেহেদী হাসান মুন্না ও মাসুমা মোয়াজ্জেমা যৌথভাবে রৌপ্য পদক অর্জন করেন। অন্য আরেকটি পুমসে একক (মহিলা) ইভেন্টে মাসুমা মোয়াজ্জেমা তাম্র পদক অর্জন করেছেন। এছাড়াও ফাইটে (মাইনাস ৪৫ কেজি ওজন শ্রেণিতে) মাহমুদা আক্তার তাম্র পদক অর্জন করেছেন।
আরও পড়ুনগতকাল রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, তায়কোয়ানডোর মতো শৃঙ্খলাবদ্ধ খেলায় আমাদের শিক্ষার্থীদের সাফল্য বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের। ভবিষ্যতেও জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।
এসময় উপস্থিত ছিলেন- বেরোবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মো. ইসমাইল হোসেন, সহকারী পরিচালক মো. সোহেল রানা। উল্লেখ্য, এবারের প্রতিযোগিতায় দেশের ৮টি বিভাগ ও ৩০টি জেলার বিভিন্ন ক্লাব এবং সংস্থা থেকে ৫৫০ জন সিনিয়র ও জুনিয়র তায়কোয়ানডো খেলোয়াড় অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন







