ভিডিও সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১২ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৬ জানুয়ারী, ২০২৬, ১০:৫৫ রাত

এ দেশে কেউ সংখ্যালঘু নয় সবাই বাংলাদেশের নাগরিক : ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

এ দেশে কেউ সংখ্যালঘু নয় সবাই বাংলাদেশের নাগরিক : ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল। ছবি : দৈনিক করতোয়া

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের ভয় পাওয়ার কিছু নেই। এ দেশে কেউ সংখ্যালঘু নয়, আমরা সবাই বাংলাদেশি নাগরিক। আমাদের প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরিস্কার করে বলে গেছেন, এ দেশে সবার অধিকার সমান। আজ সোমবার (২৬ জানুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব বেগুনবাড়ি বিডি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক নির্বাচনি গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আপনারা চুপ করে থাকেন কেন? কিসের ভয় পান? ভয় পাবেন না, বুক সোজা করে দাঁড়াবেন। আমার ভাইয়েরা সব সময় আপনাদের পাশে থাকবে। বিএনপি সবার অধিকার রক্ষা করবে, মা-বোনদের নিরাপত্তা দেবে। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাদের কোনো অনিশ্চয়তায় পড়তে হবে না।’

তিনি আরও বলেন, ‘আগে লড়াই হতো নৌকা আর ধানের শীষের মধ্যে। এখন সেই নৌকাও নেই, নৌকার কান্ডারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আপনাদের ফেলে ভারতে চলে গেছেন। তিনি এখন দিল্লিতে বসে আছেন। তিনি দেশে থাকলে অন্তত একটি গণতান্ত্রিক ব্যবস্থা থাকত।’

আরও পড়ুন

৭১-এর বিরোধিতাকারীদের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, ‘যারা পাকিস্তানের হয়ে আমাদের হাজার হাজার মানুষকে হত্যা করেছে, যারা এই দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা আজ ভোট চাচ্ছে। তাদের হাতে ভোট দিয়ে কি আমরা দেশের সর্বনাশ করব? ১৯৭১ সাল আমাদের অস্তিত্ব, এই গৌরবকে আমরা সব সময় মাথা উঁচু করে রাখতে চাই।’ গণসংযোগ শেষে বিকেলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও থেকে সড়কপথে সৈয়দপুর হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এ দেশে কেউ সংখ্যালঘু নয় সবাই বাংলাদেশের নাগরিক : ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ছাদখোলা বাসে রাজশাহী ওয়ারিয়র্সকে সংবর্ধনা

বগুড়ায় আসছেন তারেক রহমান, তাকে ঘিরে যেসব কর্মসূচি জানালেন জেলা বিএনপির সভাপতি

সর্বমিত্র চাকমাকে আমরা শোকজ পাঠিয়েছি : ছাত্রদলকে ঢাবি প্রক্টর

বগুড়া-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীর গণসংযোগ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে তৈরি হচ্ছে কাঁচা মরিচের রসগোল্লা