ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
বগুড়া-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীর গণসংযোগ
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আব্দুল মহিত তালুকদার আজ সোমবার (২৬ জানুয়ারি) উপজেলা গুনাহার ইউনিয়নের উনাহত সিংড়া, অর্জুনগাড়ি, কেউৎ, দাশরা এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে দোয়া চেয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
তার সাথে উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম খান স্বপন,সাবেক সভাপতি আব্দুল হামিদ, গোবিন্দপুর ইউনিয়ন চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক, গুনাহার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম খান হিরু, বিএনপি নেতা গোলাম ফারুক, জান্নাতুল ফেরদৌস, লুৎফুর রহমান তালুকার দুদু, রফিকুল ইসলাম সেজু, উজ্জল খান প্রমুখ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঅপর দিকে, জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের দিনব্যাপি চামরুল ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। তিনি এলাকার প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে দোয়াসহ দাঁড়িপাল্লায় ভোট চান। তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা ওমর আলীসহ উপজেলা ও স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
মন্তব্য করুন







