ভিডিও সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১২ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৬ জানুয়ারী, ২০২৬, ০৯:৪৯ রাত

কুড়িগ্রামের রাজারহাটে প্রতিপক্ষের ধাক্কায় বৃদ্ধ নিহত, গ্রেফতার ১

কুড়িগ্রামের রাজারহাটে প্রতিপক্ষের ধাক্কায় বৃদ্ধ নিহত, গ্রেফতার ১, ছবি : দৈনিক করতোয়া

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে জমির সীমানাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধাক্কায় মধু চন্দ্র শীল (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার উমরমজিদ ইউনিয়নের জয়দেব মালসাবাড়ী গ্রামে ঘটনাটি ঘটে। পরিবার, এলাকাবাসী, পুলিশ সূত্রে জানা যায়, মধুচন্দ্র শীলের সাথে প্রতিবেশী আবেদ আলীর জমির সিমানা নিয়ে বিরোধ চলে আসছিল।

আজ সোমবার (২৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় মধু শীল তার বাড়ির সামনে সীমানায় গাছ লাগানোর সময় প্রতিপক্ষ আশারাফ আলী বাধা দেয়। এসময় আশরাফ আলীর বাবা আবেদ আলী গাছগুলো তুলে ফেলে। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আশরাফ আলী, তার স্ত্রী লাকি বেগম ও তার লোকজন মধু শীলকে ধস্তাধস্তির করে ধাক্কা দেয়।

এতে করে তিনি পাশের নলকূপের গোড়া পাকা প্লাস্টারে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

খবর পেয়ে বিকেলে রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করার পর ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করেন। এসময় ঘাতক আশরাফ আলীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ।

এ ব্যাপারে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যদেরও গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের রাজারহাটে প্রতিপক্ষের ধাক্কায় বৃদ্ধ নিহত, গ্রেফতার ১

বগুড়ার শিবগঞ্জে কেটলী মার্কায় ভোট চেয়ে মান্নার গণসংযোগ

একদিনের ব্যবধানে স্বর্ণের দামে ফের রেকর্ড

নওগাঁয় বল সুন্দরীতে বাজিমাত দুই তরুণের

বগুড়ার সারিয়াকান্দিতে জমিজমা নিয়ে সংঘর্ষে আহত ১০

পাবনার চাটমোহরে বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ, খোলা মাঠে শিক্ষার্থীদের পাঠদান