ভিডিও সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১২ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৬ জানুয়ারী, ২০২৬, ০৯:২৪ রাত

বগুড়ার সারিয়াকান্দিতে জমিজমা নিয়ে সংঘর্ষে আহত ১০

বগুড়ার সারিয়াকান্দিতে জমিজমা নিয়ে সংঘর্ষে আহত ১০

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : জমাজমি নিয়ে সংঘর্ষে সারিয়াকান্দির কালিতলা ঘাটের হোটেল ব্যবসায়ী মতিউর রহমান মতিসহ (৪২) ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জন সারিয়াকান্দি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং অপর ৫ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে গেছেন। গত শনিবার সন্ধ্যায় মতির হোটেলের পাশে এ ঘটনা ঘটেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই মতির সাথে তার আত্মীয় গোলাম হোসেন প্রামানিকের ছেলে আব্দুল বাছেদের জমিজমা নিয়ে বিবাদ চলছিলো। গত শনিবার বিকেলে মামলার সরেজমিন তদন্ত করতে বগুড়া জেলা জজ আদালত থেকে তদন্তকারী কর্মকর্তা আসেন। তদন্তকালীন প্রতিপক্ষ আব্দুল বাছেদের নেতৃত্বে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মতির লোকজনের উপর হামলা চালায়।

হামলায় ১০জন আহত হয়েছেন। আহতরা হলেন মতি, মতির ছেলে বিন্দু মিয়া (২৭), তার স্ত্রী ববিতা বেগম (৪২), বিন্দুর বউ নাদিয়া আক্তার (২২), তার হোটেলের কর্মচারী মানিক মিয়া (৩৪), মতির আত্মীয় আজাদুল মিয়ার ছেলে রিদয় আহম্মেদ (২০), মৃত সামছুলের ছেলে আব্দুল মোমিন (৪৩), আব্দুল মোমিনের ছেলে আব্দুল কাদের (২০), তার স্ত্রী মুগলী বেগম (৩৮) এবং মুগলু মিয়ার ছেলে আইদুল ইসলাম (৩০) ।

আরও পড়ুন

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সারিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে ৫ জন চিকিৎসাধীন রয়েছেন। অপর ৫ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে মতি বলেন, কোর্টের লোকজনের উপস্থিতিতেই কিছু বুঝে ওঠার আগেই প্রতিপক্ষ বাছেদ ও সজিবের নেতৃত্বে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তারা আমাদের উপরে আক্রমণ করে।

এ ঘটনায় প্রতিপক্ষ পলাতক থাকায় তাদের কোনও বক্তব্য পাওয়া যায়নি। সারিয়াকান্দি থানার ওসি তদন্ত নূর আলম বলেন, আমাদের থানার পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সারিয়াকান্দিতে জমিজমা নিয়ে সংঘর্ষে আহত ১০

পাবনার চাটমোহরে বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ, খোলা মাঠে শিক্ষার্থীদের পাঠদান

রংপুরে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

বিনাচাষে সরিষার আবাদ করে লাভবান সারিয়াকান্দির কৃষক

সুষ্ঠু নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ

নীলফামারীর কিশোরগঞ্জে সাইবার সুরক্ষা আইনে গ্রেফতার ৬