তফসিল ঘোষণার পরও মব নির্বাচন কমিশনের দুর্বলতা : জাপা মহাসচিব
ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও দলের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, মব আর নির্বাচন একসাথে চলতে পারে না। তফসিল ঘোষণার পর মব হলে এটা রাষ্ট্রীয় ও নির্বাচন কমিশনের দুর্বলতা। আজ শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ফুলছড়ি উপজেলা প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জাপা মহাসচিব বলেন, দেশে নির্বাচনের কোন আমেজ নেই। কারো মুখে হাসি নেই। আমরা হাসিহীন একটা নির্বাচন করছি। জনসংখ্যার একটা বিরাট অংশকে বাদ দিয়ে নির্বাচন করলে এ ধরনের দ্বিধা-দ্বন্দ্ব দেখা যায়, যা আমরা ২০১৪ সালে দেখেছিলাম। আমরা মনে করি ১৪ সালের থেকে এবারের নির্বাচন ভাল হবে।
সভায় উপস্থিত ছিলেন- গাইবান্ধা জেলা জাতীয় পার্টির সভাপতি সরোয়ার হোসেন শাহীন, সাংগঠনিক সম্পাদক আনোরুল ইসলাম লেবু, জেলা যুব সংহতির সভাপতি একেএম নুরুন্নবী সরকার মিথুন, ফুলছড়ি উপজেলা জাতীয় পার্টির সভাপতি শফিউল ইসলাম চাঁন, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া সবুজসহ দলীয় নেতাকর্মীরা। এর আগে, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী লাঙ্গল মার্কায় ভোট চেয়ে ফুলছড়ি হাটে গণসংযোগ করেন এবং উপজেলা হেলিপ্যাড মাঠে কর্মীসভায় যোগ দেন।
আরও পড়ুনউপজেলা জাতীয় পার্টির সভাপতি শফিউল ইসলাম চাঁনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া সবুজের সঞ্চালনায় কর্মীসভায় আরও বক্তব্য দেন- জেলা জাতীয় পার্টির সভাপতি সরোয়ার হোসেন শাহীন, সাংগঠনিক সম্পাদক আনোরুল ইসলাম লেবু, জেলা যুব সংহতির সভাপতি একেএম নুরুন্নবী সরকার মিথুন, ফুলছড়ি উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।
মন্তব্য করুন





_medium_1769262364.jpg)

