ভিডিও শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৪ জানুয়ারী, ২০২৬, ০৭:৫৯ বিকাল

মধ্যনগরের শিপ্রা রায়ের হাতে ‘শিক্ষাগুরু সম্মাননা ২০২৬’

মধ্যনগরের শিপ্রা রায়ের হাতে ‘শিক্ষাগুরু সম্মাননা ২০২৬’

অভি মঈনুদ্দীন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের চেয়ারপার্সন ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত দেশ বরেণ্য সঙ্গীতশিল্পী ড. প্রিয়াঙ্কা গোপের হাত থেকে ‘শিক্ষাগুরু সম্মাননা ২০২৬’ গ্রহন করলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা যুক্তরাষ্ট্র প্রবাসী শিপ্রা রায়। শিপ্রা রায় ১৯৯৫ সাল থেকে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করছেন। তার নিজের বাড়ি সুনামগঞ্জের সাচনাতে। বিয়ের পর তিনি স্থায়ীভাবে বসবাস শুরু করেন সুনামগঞ্জের মধ্যনগর বাজারে। কিন্তু ১৯৮৪ সালে স্বামী ডা. এস পি রায় মারা যাবার পর তিনি পরিবার পরিকল্পনায় বেশ কয়েকবছর চাকুরী করার পর মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণিতের শিক্ষিকা হিসেবে চাকুরী শুরু করেন। ১৯৯৫ সালে যুক্তরাষ্ট্রে যাবার পূর্ব পর্যন্ত তিনি শিক্ষকতা পেশার সাথে সম্পৃক্ত ছিলেন। তার হাত ধরেই মধ্যনগর বাজার তথা মধ্যনগর বাজারের আশেপাশের অনেক এলাকার শিক্ষার্থীরা আজ দেশের নানান অঙ্গনে প্রতিষ্ঠিত এবং এলাকার আলোকিত সন্তান হিসেবে আলোচিত। শিক্ষকতার মতো মহান পেশায় শিপ্রা রায়ের অবদানের স্বীকৃতি স্বরূপ তার হাতে গত ২৩ জানুয়ারি রাতে রাজধানীর কলাবাগানের লেকসার্কাসে শ্রিপা রায়েরই ভাই তপন রায়ের বাসায় বসন্ত বিশ্বাস পাঠাগার নিবেদিত ‘শিক্ষাগুরু সম্মাননা ২০২৬’ তুলে দেন ড. প্রিয়াঙ্কা গোপ।

এ সময় আরো উপস্থিত ছিলেন ‘শিক্ষাগুরু সম্মাননা’র প্রতিষ্ঠাতা সাংবাদিক অভি মঈনুদ্দীন। বসন্ত বিশ্বাস পাঠাগারের প্রতিষ্ঠাতা বিদ্যুৎ কুমার বাবলুর সৌজন্যে ‘আলীরূপা ফাউণ্ডেশন’-এর সার্বিক তত্ত্বাবধান ও পৃষ্ঠপোষকতায় এবং মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিং-এর আয়োজনে শিপ্রা রায়ের হাতে এই সম্মাননা তুলে দেয়া হয়।

শিপ্রা রায় বলেন,‘ যুক্তরাষ্ট্রে যাবার পূর্বে এই সম্মাননা পেয়ে সত্যিই ভীষণ ভালোলাগছে। ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা আলীরূপা ফাউণ্ডেশন, অভি মঈনুদ্দীন ও ড. প্রিয়াঙ্কা গোপের প্রতি। আমি নিজেও ড.এস পি রায় ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাতা। সমাজের সুবিধাবঞ্চিত অবহেলিত মানুষের জন্য কাজ করে যাচ্ছি ২০১৫ সাল থেকে। কিন্তু আমি এভাবে সম্মানীত হবো, ভাবিনি কখনো। সত্যিই ভীষণ ভালোলাগছে। মধ্যনরগর বাজার এলাকাবাসীর প্রতি অনেক ভালোবাসা।’

আরও পড়ুন

ড. প্রিয়াঙ্কা গোপ বলেন,‘ শিক্ষকদের সম্মাননা প্রদান করার এই উদ্যোগটি সত্যিই ভীষণ প্রশংসনীয়। শিপ্রা ম্যাডামের হাতে এই সম্মাননা তুলে দিতে পেরে আমার ভীষণ ভালোলাগছে। এই মুহুর্তটি আমার জীবনে স্মরনীয় হয়ে থাকবে। ধন্যবাদ অভি মঈনুদ্দীন ভাইকে এর সাথে আমাকে সম্পৃক্ত রাখার জন্য।’

শিপ্রা রায়ের দুই সন্তান শক্তিপদ রায় ও শুভাশীষ রায় দুজনেই যুক্তরাষ্ট্র প্রবাসী। শিপ্রা রায় তার প্রিয় ছাত্রদের কথা উল্লেখ করে বিশেষত যাদের কথা বলেছেন তারা হলেন কবিতা, মিতালী, মিশু, নন্দিতা, জন্মজয়, কবির, লিটন, শিখা, পারভীন’সহ আরো অনেকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যনগরের শিপ্রা রায়ের হাতে ‘শিক্ষাগুরু সম্মাননা ২০২৬’

সিরাজগঞ্জে মিশ্র ফসল চাষ জনপ্রিয় হয়ে উঠছে

বাংলাদেশে নির্বাচন সুষ্ঠু হলে জামায়াত ক্ষমতায় আসতে পারবে না : হর্ষবর্ধন শ্রিংলা

কুমিল্লায় সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল পার্টনারস সামিট অনুষ্ঠিত

নওগাঁয় পুকুর থেকে গুম হওয়া ব্যক্তির হাড়গোড় উদ্ধার, গ্রেফতার ১

পূবালী ব্যাংকের ‘১ম ব্যবস্থাপক সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত