সিরাজগঞ্জে মিশ্র ফসল চাষ জনপ্রিয় হয়ে উঠছে
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জে মিশ্র ফসলের চাষ জনপ্রিয় হয়ে উঠছে। এক ফসলের ঝুঁকি আর লোকসানের হিসাব পাল্টে দিচ্ছে এই মিশ্র ফসলের চাষ। সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ও বাগবাটি ইউনিয়নে একই জমিতে আখ, পেঁয়াজ, আলু, মিষ্টিকুমড়া, করলাসহ বিভিন্ন সবজি চাষে সাফল্যের মুখ দেখছেন কৃষকরা। তার এই উদ্যোগ এখন এলাকাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এবছর এই উপজেলায় ৭৫ হেক্টর জমিতে মিশ্র ফসলের চাষ হয়েছে। অল্প খরচে বেশি লাভজনক হওয়ায় কৃষকরা এই চাষে আগ্রহী হয়ে উঠছে।
বাগবাটি গ্রামের আবুল হোসেন রিলে ক্রপ পদ্ধতিতে জমিতে একাধিক ফসলের আবাদ করেছেন। একদিকে পেঁয়াজ ও আলুর উত্তোলন চলছে, অন্যদিকে আলু ও আখের চাষ করেছেন।
এই পদ্ধতিতে এক সাথে একাধিক ফসলের চাষ করা হচ্ছে। এতে একই পরিমাণ সার ব্যবহার করে একাধিক ফসল উৎপাদন হচ্ছে। ফলে কৃষকের আর্থিকভাবে লাভ হচ্ছে। সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এসএম নাসিম হোসেন জানান, মিশ্র ফসলের চাষের জন্য কৃষকদের কারিগরি পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুনতিনি বলেন, ইতোমধ্যে আমরা বীজ ও সার প্রণোদনা হিসেবে দিয়েছি। সরকারি অনুদান পেলে আরও সহায়তা দেওয়া হবে। জেলায় মিশ্র চাষ পদ্ধতির প্রসার ঘটলে কৃষকের ঝুঁকি কমবে এবং আয়ের নতুন পথ খুলে যাবে। একই জমিতে পেঁয়াজ, আলু, আখ, মিষ্টিকুমড়া সরিষা করলাসহ বিভিন্ন সবজি চাষ করে কৃষকরা আর্থিকভাবে লাভবান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্য করুন


_medium_1769262364.jpg)





