বরিশালে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩ হাজার কেজি জাটকা জব্দ
বরিশালে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে তিন হাজার কেজি জাটকা ইলিশ জব্দ করেছে সেনাবাহিনী।
জব্দ হওয়া জাটকা শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এতিমখানা ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।
আজ শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন-উল ইসলাম।
তিনি জানান, গতকাল শুক্রবার রাতে বরিশাল নগরীর আমতলার মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস ‘অন্তরা ক্লাসিক’ ও ‘রাজধানী’ নামের দুটি পরিবহন থেকে ৩৯টি ককসেটে রক্ষিত ৩ হাজার কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।
আরও পড়ুনপরবর্তীতে শনিবার সকাল থেকে বরিশাল আদালত চত্বরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট শহিদুল্লাহ ইসলাম ও মিরাজুল ইসলাম রাসেলের উপস্থিতিতে, সেনাবাহিনী ও জব্দকৃত জাটকাগুলো বিভিন্ন এতিমখানা ও অসহায় দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক




_medium_1769262364.jpg)

