ভিডিও বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

প্রকাশ : ২২ জানুয়ারী, ২০২৬, ০৭:৩৮ বিকাল

বগুড়ার ধুনটে আ’লীগ নেতাসহ ১০ জুয়াড়ি গ্রেফতার

বগুড়ার ধুনটে আ’লীগ নেতাসহ ১০ জুয়াড়ি গ্রেফতার

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় জুয়া খেলার আসর থেকে (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগ নেতা ইউপি সদস্যসহ ১০ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ওই আসর থেকে ৩৭ হাজার ৩২০ টাকা এবং জুয়া খেলার সরঞ্জামাদি জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো-উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের ৮নম্বর ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মরিচতলা গ্রামের আবুল কাশেম (৭২), পূর্বগুয়াডহরী গ্রামের জিল্লুর রহমানের ছেলে আওয়ামী লীগের কর্মী মালেক প্রামানিক (৩৮), গোসাইবাড়ি গ্রামের আসমত মন্ডলের ছেলে বলাই মন্ডল (৪৭), খোকশাবাড়ি গ্রামের রশিদ সরকারের ছেলে আল-আমিন (৪১), মরিচতলা গ্রামের নবীর উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক (৬২), চুনিয়াপাড়া গ্রামের রুস্তম মল্লিকের ছেলে মোহাম্মাদ আলী (৬০), বরইতলী গ্রামের বদিউজ্জামানের ছেলে মাসুদ সরকার (৪০), সারিয়াকান্দি উপজেলার জোড়গাছা গ্রামের আব্দুল গণীর ছেলে মোফাজ্জল হোসেন (৪৬), সামছু প্রামানিকের ছেলে খোকন প্রামানিক (৪০) ও সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পরানপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোজাম্মেল হক (৪২)। 

মামলা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামিরা পেশাদার জুয়াড়ি। তারা দীর্ঘদিন ধরে এলাকায় টাকার বিনিমসে তাস দিয়ে জুয়া খেলে আসছিল। তারই ধারবাহিকতায় বুধবার রাতে গোসাইবাড়ীর পূর্বগুয়াডহরী গ্রামে আব্দুল মান্নানের বাড়িতে জুয়া খেলতে বসে। এসময় থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সেখান থেকে ১০ জুয়াড়িকে আটক করে। এ ঘটনায় থানার এসআই হায়দার আলী বাদি হয়ে বৃহস্পতিবার সকালে ১০ জুয়াড়ির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, জুয়া আইনে দায়ের করা মামলায় ১০ আসামিকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে কারাগারে পাঠানো হয়েছে। 

আরও পড়ুন

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে আ’লীগ নেতাসহ ১০ জুয়াড়ি গ্রেফতার

‘আবেগ আর অনুভূতি নিয়ে বগুড়ার মানুষ ধানের শীষে ভোট দিবেন’

ওসমান হাদি হত্যা মামলায় ৬ দিনের রিমান্ডে আসামি রুবেল

বগুড়ায় বাড়তি দামের বোঝা সবজি ও চালের বাজারে 

১০ভরি সোনার গহনা ও ২ লাখ টাকা লুট, বগুড়ার গাবতলীতে দুর্ধর্ষ ডাকাতি

শাবনূরের ভালোবাসায় আপ্লুত মাহি