ভিডিও বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

প্রকাশ : ২২ জানুয়ারী, ২০২৬, ০৭:২৫ বিকাল

১০ভরি সোনার গহনা ও ২ লাখ টাকা লুট, বগুড়ার গাবতলীতে দুর্ধর্ষ ডাকাতি

১০ভরি সোনার গহনা ও ২ লাখ টাকা লুট, বগুড়ার গাবতলীতে দুর্ধর্ষ ডাকাতি

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে ভক্তরাম বিশ্বাস (৫৫) নামে এক ব্যক্তির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতদল ওই বাড়ি থেকে ১০ ভরি ওজনের সোনার গহনা ও ২ লক্ষাধিক  টাকা লুট করে নিয়ে গেছে। যাওয়ার সময় ডাকাতদল দু’টি ককটেল বিস্ফোরণ ঘটায়। বুধবার রাতে আড়াইটার দিকে উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে এই ডাকাতির ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামের ভক্তরাম বিশ্বাস তার স্ত্রী সন্তান নিয়ে রাতে ঘুমিয়ে পড়েন। গত বুধবার রাত আড়াইটার দিকে বাড়ির প্রাচীর টপকিয়ে অজ্ঞাতনামা ১০/১২ জন ডাকাত বাড়ির ভিতরে প্রবেশ করে। এর আগে ডাকাতদল আশেপাশের সকল বাড়ির গেইটে তালা দেয়।

এরপর গৃহকর্তা ভক্তরাম ডাকাত দলের পায়ের শব্দ শুনে নিজেই ঘরের দরজা খুলে দেন। এসময় ডাকাতরা ভক্তরাম ও তার স্ত্রী সবিতা রানী দাসকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে। এরপর ১০ভরি সোনার গহনা এবং ২ লক্ষাধিক টাকা লুট করে। যাওয়ার সময় ডাকাত দল দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে ঘটনাস্থল ত্যাগ করে। সংবাদ পেয়েই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। সকালে পুলিশ ৪টি ককটেল তৈরীর সরঞ্জাম উদ্ধার করেছে। এ ব্যাপারে পুলিশের গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ঘটনাস্থল থেকে  ককটেলের সরঞ্জাম পাওয়া গেছে।  ডাকাতির ঘটনায় জড়িতদের দ্রুত সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

 

আরও পড়ুন

 

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ভরি সোনার গহনা ও ২ লাখ টাকা লুট, বগুড়ার গাবতলীতে দুর্ধর্ষ ডাকাতি

শাবনূরের ভালোবাসায় আপ্লুত মাহি

আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

দেশে ১৭ বছর পর লন্ডন থেকে একজন মুফতি এসেছেন :মিলন

তারাগঞ্জে সারের কৃত্রিম সংকট সৃষ্টি ও  সরবরাহে বাধা, ডিলারের জরিমানা

নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান