শাবনূরের ভালোবাসায় আপ্লুত মাহি
অভি মঈনুদ্দীন: বাংলাদেশের সিনেমার অন্যতম জনপ্রিয় একজন নায়িকা শাবনূর। দীর্ঘদিন ধরেই তিনি অষ্ট্রেলিয়াতে বসবাস করছেন। তবে গত জন্মদিনের সময়টাতে তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন। সেখানেই তিনি প্রিয়দর্শিনী মৌসুমী, নায়ক অমিত হাসান’সহ আরো অনেকের সঙ্গে জন্মদিন উদযাপন করেন। সঙ্গে ছিলো শাবনূরের একমাত্র ছেলে।
এদিকে এরইমধ্যে বাংলাদেশের অনেক শিল্পীর সঙ্গে যুক্তরাষ্ট্রে দেখা হয়েছে শাবনূরের। যাদের মধ্যে বিশেষত উল্লেখযোগ্য হলেন আলেকজেণ্ডার বো, মারুফ, ইমন, জায়েদ’সহ আরো বেশ কয়েকজন। কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রেই এক নায়কের বাসায় ডিনারে অংশ নেন শাবনূর। সেখানে নিমন্ত্রিত ছিলেন এই প্রজন্মের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহিও। গানে গল্পে আড্ডায় মেতে উঠেছিলেন শাবনূর’সহ আমন্ত্রিত অতিথিরা। গল্প আড্ডা শেষে শাবনূরের সঙ্গে একই ফ্রেমে বন্দী হন মাহিয়া মাহিও। শাবনূর মাহিয়া মাহিকে ভীষণ স্নেহ করেন। এর আগেও শাবনূরের সঙ্গে মাহির দেখা হয়েছে বেশ কয়েকবার।
মাহিয়া মাহি বলেন,‘ শাবনূর আপু আমাদের সিনেমার গর্ব। তার অভিনয় সেই ছোটবেলা থেকেই আমার ভীষণ ভালোলাগে। বলা যেতে পারে তিনি আমার অভিনয়ের অনুপ্রেরণাও বটে। অনেক দর্শক আমাকে বলেছেনেও আমার মাঝে তারা শাবনূর আপুর ছায়া দেখতে পান। যা আমাকে বেশ পুলকিত করে। শাবনূর একটা দীর্ঘ সময় বাংলাদেশের সিনেমায় রাজত্ব করে গেছেন। বিশেষত সিনেমার পর্দায় শাবনূর আপুর সঙ্গে আমার প্রিয় নায়ক সালমান শাহ ভাইয়ার অভিনয় ছিলো অনবদ্য। এই জুটির সিনেমা এখনো দর্শক প্রবল আগ্রহ নিয়ে উপভোগ করে। সেই শাবনূর আপু আমাকে স্নেহ করেন এটা আমার জন্য সত্যিই অনেক অনেক ভালোলাগার। তার সান্নিধ্যে যতোবার এসেছি ততোবারই তিনি আমাকে বুকে জড়িয়ে নিয়েছেন। তার ভালোবাসা আপ্লুত আমি।’
আরও পড়ুনএদিকে দেশে শাবনূরের দুটি সিনেমায় কাজ করার কথা থাকলেও, আপাতত এই সিনেমাগুলোর কাজ হচ্ছেনা। কারণ শাবনূর সহসাই দেশে ফেরার সম্ভাবনা কম। যে কারণে আপাতত শাবনূর ভক্তদের তার নতুন সিনেমার জন্য অপেক্ষা করতে হবে। তবে শাবনূর যখনই ফিরবেন বেশ ভালোভাবেই ফিরবেন-এমনটাই জানালেন তিনি। এদিকে মাহিয়া মাহি’র জাজ-এর নতুন একটি সিনেমাতে কাজ করার কথা রয়েছে। মাহিয়া মাহি অভিনীত প্রথম সিনেমা ছিলো ‘ভালোবাসার রঙ’। এটি নির্মাণ করেছিলেন যুগ্ম পরিচালক শাহীন সুমন। পরবর্তীতে তিনি ‘পোড়ামন’,‘ ভালোবাসা আজকাল’,‘ অগ্নি’,‘ দবির সাহেবের সংসার’, ‘হানিমুন’,‘ অনেক সাধের ময়না’,‘ দেশা দ্য লিডার’,‘ রোমিও বনাম জুলিয়েট’,‘ ওয়ার্নিং’,‘ ঢাকা অ্যটাক’,‘ রাজকুমার’সহ আরো বেশকিছু সিনেমায় অভিনয় করেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1769086523.jpg)


_medium_1769011452.jpg)
_medium_1768996916.jpg)
_medium_1768995620.jpg)


