তারাগঞ্জে সারের কৃত্রিম সংকট সৃষ্টি ও সরবরাহে বাধা, ডিলারের জরিমানা
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে রাসায়নিক সারের কৃত্রিম সংকট সৃষ্টি ও সরবরাহে বাধাদানের অভিযোগে উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট বাজারের মেসার্স রহমান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মাহাফুজার রহমানের ম্যানেজার স্বাদেশ চন্দ্র সরকারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গত বুধবার সন্ধ্যায় উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট বাজারে রাসায়নিক সারের কৃত্রিম সংকট সৃষ্টি ও সরবরাহে বাধাদানের সত্যতা পেয়ে উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট বাজারের মেসার্স রহমান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মাহাফুজার রহমানের ম্যানেজার স্বাদেশ চন্দ্র সরকারকে কৃষি বিপণন আইন ২০১৮ এর ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার মোনাববর হোসেন। এসময় ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার ধীবা রাণী রায়।
আরও পড়ুনমন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1769086968.jpg)


_medium_1769081588.jpg)
_medium_1769080061.jpg)
_medium_1769079216.jpg)

