ভিডিও বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

প্রকাশ : ২২ জানুয়ারী, ২০২৬, ০৪:৫৭ দুপুর

মুন্সীগঞ্জে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, আহত ১০

মুন্সীগঞ্জে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, আহত ১০

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে বিএনপির ২ গ্রুপের মধ্যে দুই দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে কয়েকজন।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) উপজেলা  ইউনিয়নের দিঘিরপাড় বাজার ও কামারখাড়া বাজার এলাকায় এ সংঘর্ষ হয়।

স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে দিঘিরপাড় বাজার বাসস্ট্যান্ড এলাকায় দ্বিতীয় দফায় সংঘর্ষে জড়ায় বিএনপির দুই গ্রুপ। এর আগে একই দিন বেলা ১২ টার দিকে দিঘিরপাড় বাজার থেকে ধানের শীষের প্রচারণায় একটি মিছিল নিয়ে কামারখাড়া বাজারে গেলে সেখানে প্রথম দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম দফার সংঘর্ষের পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও পরবর্তীতে আবার উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দিঘিরপাড় বাজার এলাকায় দ্বিতীয় দফায় সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। সংঘর্ষের কারণে বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দোকানপাট বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন

সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে বলে স্থানীয়রা জানালেও তাৎক্ষণিকভাবে আহতদের সংখ্যা ও পরিচয় নিশ্চিত করা যায়নি। খবর পেয়ে দিঘিরপাড় ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার পুলিশ জানায়, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষের কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, আহত ১০

বিশ্ব স্বাস্থ্য সংস্থা আনুষ্ঠানিকভাবে ছাড়ছে যুক্তরাষ্ট্র

সমুদ্রের ঢেউয়ে ভেসে এলো কন্যা শিশুর মরদেহ

‘হ্যাঁ’ ভোটের প্রার্থী আপনি, আমি, আমরা সবাই: আলী রীয়াজ

লক্ষ্মীপুরে প্রচারণার প্রথম দিনে বিএনপি-জামায়াতের মারামারি, আহত ৪

পল্লীর পুষ্টিহীন মা: ভবিষ্যতের অসুস্থ প্রজন্ম