ভিডিও বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

প্রকাশ : ২২ জানুয়ারী, ২০২৬, ০২:০২ দুপুর

বগুড়ার গাবতলীতে দুর্ধর্ষ ডাকাতি, ১০ ভরি স্বর্ণালঙ্কার ও দুই লাখ টাকা লুট

বগুড়ার গাবতলীতে দুর্ধর্ষ ডাকাতি, ১০ ভরি স্বর্ণালঙ্কার ও দুই লাখ টাকা লুট, ছবি: সংগৃহীত।

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ১০ ভরি স্বর্ণালঙ্কার ও দুই লাখ টাকা লুট করে নিয়ে যাওয়ার সময় দু’টি ককটেল বিস্ফোরণ ঘটায়। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার রাত আড়াইটার দিকে ভক্তরাম বিশ্বাসের (৫৫) বাড়িতে । 

জানা গেছে, উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামের ভক্তরাম বিশ্বাস তার স্ত্রী-সন্তান নিয়ে রাতে ঘুমিয়ে পড়েন। গতকাল বুধবার রাত আড়াইটার দিকে বাড়ির সীমানা প্রচীর টপকে ১০/১২ জন ডাকাত দল বাড়ির ভিতরে প্রবেশ করে। এর আগে তারা আশেপাশের সকল বাড়ির গেটে তালা দেয়। ডাকাতদের শব্দ পেয়ে ভক্তরাম ঘরের দরজা খুললে তাকে জিম্মি করে ঘরে প্রবেশ করে ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে ১০ ভরি স্বর্ণালঙ্কার ও দুই লাখ টাকা লুট করে নিয়ে যায়। এসময় ডাকাত দল দু’টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে ঘটনাস্থল ত্যাগ করে। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। সকালে পুলিশ চারটি ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করে।

এ ব্যাপারে গাবতলী থানার সহকারী পুলিশ সুপার হুমায়ন কবির বলেন, বুধবার রাত আনুমানিক আড়াইটার দিকে ভক্তরামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে ককটেল তৈরির সরঞ্জাম পাওয়া গেছে। এঘটনায় জড়িতদেরকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার গাবতলীতে দুর্ধর্ষ ডাকাতি, ১০ ভরি স্বর্ণালঙ্কার ও দুই লাখ টাকা লুট

বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে ১০ দলীয় জোট : নাহিদ ইসলাম

শহীদ রাতুলের ক_ব_র জিয়ারতের মাধ্যমে বগুড়ায় জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু

ফ্যামিলি কার্ডের মাধ্যমে মা-বোনদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চাই : তারেক রহমান

নির্বাচনে মোট প্রার্থীর ২৫ শতাংশের ঋণ আছে :  টিআইবি

নাটোরের সিংড়ায় কলেজশিক্ষককে গলা কেটে হত্যার জেরে জনতার আগুনে বৃদ্ধার মৃত্যু