ভিডিও বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

প্রকাশ : ২২ জানুয়ারী, ২০২৬, ০৩:৫০ দুপুর

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুমে আগুন, পুড়ল খাতাপত্র,সরকারি ওষুধ ও সরঞ্জাম

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুমে আগুন, পুড়ল খাতাপত্র,সরকারি ওষুধ ও সরঞ্জাম

পটুয়াখালীর গলাচিপা ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সরকারি ওষুধ, গুরুত্বপূর্ণ খাতাপত্র ও বিভিন্ন সার্জিক্যাল যন্ত্রপাতি পুড়ে গেছে। আগুনের ঘটনায় হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কেউ আহত হয়নি।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোর আনুমানিক পাঁচটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অবস্থিত স্টোর রুমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়লে রোগী ও তাদের স্বজনদের মধ্যে চরম উদ্বেগ দেখা দেয়।

এ সময় নিরাপত্তার কথা বিবেচনায় চিকিৎসাধীন রোগী ও স্বজনদের হাসপাতাল কমপ্লেক্সের বাইরে পুকুরপাড় এলাকায় আশ্রয় নিতে দেখা যায়। 

খবর পেয়ে গলাচিপা ফায়ার স্টেশনের দুটি ইউনিট এবং দশমিনা ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন বলেন, সকাল পাঁচটার দিকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। স্টোর রুমে গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলার জন্য সংরক্ষিত সরকারি ওষুধ, সার্জিক্যাল যন্ত্রপাতি এবং জরুরি রেজিস্ট্রারসহ গুরুত্বপূর্ণ মালামাল রাখা ছিল। এখনো ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। এতে কেউ আহত হয়নি।

আরও পড়ুন

গলাচিপা সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের সাব অফিসার ও ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. কামাল হোসেন বলেন, গলাচিপা ফায়ার স্টেশনের দুটি এবং দশমিনা ফায়ার স্টেশনের একটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাতের কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে সেনাবাহিনীর টহল টিম ও পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে হাসপাতালের চিকিৎসাসেবা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুমে আগুন, পুড়ল খাতাপত্র,সরকারি ওষুধ ও সরঞ্জাম

নির্বাচনী প্রচারে ভোটারের এনআইডি সংগ্রহ করা যাবে না : ইসি

একটি দল নির্বাচনের আগেই মানুষ ঠকাচ্ছে, মুসলমানদের শিরক করাচ্ছে

মোংলায় পশুর নদীর তীর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

অবশেষে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনুমোদন, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

সিরিয়া-লেবানন সীমান্তে ইসরায়েলি বিমান হামলায় নিহত ২