ভিডিও বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

প্রকাশ : ২২ জানুয়ারী, ২০২৬, ০১:১৮ দুপুর

নাটোরের সিংড়ায় কলেজশিক্ষককে গলা কেটে হত্যার জেরে জনতার আগুনে বৃদ্ধার মৃত্যু

নাটোরের সিংড়ায় কলেজশিক্ষককে গলা কেটে হত্যার জেরে জনতার আগুনে বৃদ্ধার মৃত্যু, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : নাটোরের সিংড়ায় রেজাউল করিম (৫৩) নামে এক কলেজশিক্ষক ও বিএনপি নেতাকে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনার জেরে ক্ষুব্ধ হয়ে রেজাউল করিমর সমর্থক এবং ক্ষুব্ধ জনতা প্রতিবেশী মুদিদোকানী আব্দুল ওহাবের বাড়িতে অগ্নিসংযোগ করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে পুড়ে আব্দুল ওহাবের মা ছাবিহা বেওয়ার (৭৫) নিহত হয়েছেন। 

বুধবার (২১ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার কলম ইউনিয়নের কদমতলা কুমারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে পুড়ে নিহত সাবিহা বেগম ইউনিয়ন (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন মুন্সির বড় ভাইয়ের স্ত্রী।

নিহত শিক্ষক রেজাউল করিম কুমারপাড়া গ্রামের মৃত ছাবেদ আলী ব্যাপারীর ছেলে ও বিলহালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক। তিনি সিংড়া উপজেলা জিয়া পরিষদের সদস্য ও নাটোর জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সহসভাপতি ছিলেন বলে জানা গেছে। 

আরও পড়ুন

নিহতের বড় ভাই আব্দুল জলিল ব্যাপারী বলেন, তার ছোট ভাই কলেজ শিক্ষক। আসন্ন সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে ভোট করার কারণেই তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, নিহতের গলা ও মুখমণ্ডলে একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে। তবে হত্যার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। আর বিক্ষুব্ধ জনতার দেওয়া আগুনে পুড়ে এক বৃদ্ধা মারা গেছেন। এসব বিষয়ে তদন্ত চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের সিংড়ায় কলেজশিক্ষককে গলা কেটে হত্যার জেরে জনতার আগুনে বৃদ্ধার মৃত্যু

সিলেটে জনসভায় যোগ দিলেন তারেক রহমান

সংঘর্ষে জড়ালো ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা

মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ সাতজনের বিচার শুরুর আদেশ

দেশে প্রথমবারের মতো পোস্টারবিহীন নির্বাচনী প্রচারণা শুরু, মানতে হবে যেসব নির্দেশনা

প্রচারের প্রথম দিনে আজ ঢাকা-১৫ আসনে জামায়াতের জনসভা