সিলেটে জনসভায় যোগ দিলেন তারেক রহমান
মফস্বল ডেস্ক : সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপি’র প্রথম নির্বাচনি জনসভায় যোগ দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে সমাবেশস্থলে তিনি হাজির হন। এসময় স্লোগানে মুখরিত হয়ে উঠে আলিয়া মাদ্রাসা মাঠ।
এর আগে বিমানবন্দর এলাকার গ্রান্ড সিলেট হোটেলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। সেখান থেকে আলিয়া মাদ্রাসার উদ্দেশে রওনাকালে পথে পথে বিশেষ করে প্রবেশপথে চৌহ্রাটা মোড় এলাকায় অপেক্ষমাণ হাজার হাজার নেতাকর্মী তাকে অভ্যর্থনা জানান।
তারেক রহমানের নির্বাচনি জনসভায় বিপুল পরিমাণ নেতাকর্মী সিলেট ও সুনমাগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে অংশ নিয়েছেন। বিশেষ করে দলীয় প্রার্থীদের সমর্থকরা বিভিন্ন রঙের টুপি পরে সমাবেশে যোগ দিয়েছেন। গতকাল রাত থেকে আলিয়া মাদ্রাসা মাঠে জমায়েত শুরু করেন তারা। আজ বৃহস্পতিবার সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে প্রবেশ করেন। সকাল ১১টার আগেই কানায় কানায় মাঠটি পূর্ণ হয় মাঠ। দুপুরে দেখা গেছে মাঠে স্থান সংকুলান না হওয়ায় মাঠের পশ্চিম ও দক্ষিণ পাশের সড়ক ও ফুটপাতে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। ১০টা ৫০ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়। তেলাওয়াত করেন আম্বরখানা মসজিদের ইমাম মাওলানা ছালিক আহম।
আরও পড়ুনসিলেটে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরু করতে তারেক রহমান বুধবার রাত ৮টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দর থেকে নেমে সরাসরি শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) মাজার জিয়ারত করেন। গতকাল মধ্যরাতে তিনি শ্বশুরবাড়ি দক্ষিণ সুরমার বিরাহিমপুর গ্রামে যান। সেখানে নেতাকর্মী ও এলাকাবাসীর উদ্দেশ্যে বক্তৃতা করেন।
মন্তব্য করুন





_medium_1769021315.jpg)
_medium_1769020857.jpg)

