বগুড়ায় বাড়তি দামের বোঝা সবজি ও চালের বাজারে
স্টাফ রিপোর্টার : ভরা মৌসুমেও স্বস্তি নেই বগুড়ার সবজির বাজারে। ৪০ টাকা কেজির কমে মিলছে না কোন সবজি। এছাড়াও বাড়তি দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ চাল। বেড়েছে মুরগির দামও।
বগুড়ার ফতেহ আলী বাজারসহ বেশিরভাগ বাজার ঘুরে দেখা যায়, আলু প্রতি কেজি মানভেদে ৩০ থেকে ৪০, পেঁয়াজ, বেগুন ও টমাটো ৫০ থেকে ৬০, কাঁচামরিচ ১০০, কপি, শিম, গাজর ও মিষ্টিকুমড়া ৪০, করলা ৮০, শশা ৬০, ক্ষিরা ৮০, রসুন ১২০ থেকে ১৮০, আদার কেজি ১৪০ টাকায় বেচাকেনা হতে দেখা যায়।
সবজির দামের ব্যাপারে জানতে চাইলে ব্যবসায়ীরা বাজারে সরবরাহ কমের অজুহাত দিয়ে বলেছেন, ঘনকুয়াশা ও শীতে কারণে জমিতে থাকা কৃষকের অনেক ফসল নষ্ট হয়ে গেছে। ফলে স্থানীয় হাট-বাজারগুলোতে সবজির সরবরাহ কম। তবে সরবরাহ স্বাভাবিক হলে দাম আবার কমতে শুরু করবে।
এদিকে গতকাল বগুড়ার ফতেহ আলী বাজারে বাড়তি দামে চাল বিক্রি করতে দেখা গেছে। বিআর-২৮ চাল মানভেদে ৬০ থেকে ৬৫ টাকা কেজি, রঞ্জিত ৪৮ থেকে ৫২, বিআর-৪৯ চাল ৫২ থেকে ৫৫, কাটারিভোগ ৭৪ থেকে ৭৭ এবং নাজিরশাইল চাল মানভেদে ৮০ থেকে ৮৫ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা যায়।
চাল ব্যবসায়ীরা বলছেন, গত দুই সপ্তাহ ধরেই চালের কেজিতে দুই থেকে তিন টাকা পর্যন্ত বেড়েছে। পাইকারি বাজারে দাম বাড়ার প্রভাবে খুচরা পর্যায়েও দাম বাড়িয়ে বিক্রি করতে হচ্ছে। তবে তারা দাবি করছেন, চাল আমদানির খবরে পাইকারি মোকামে চালের দাম কমতে শুরু করেছে।
আরও পড়ুনযদিও বগুড়ার খুচরা পর্যায়ের বাজারগুলোতে দাম কমার কোন প্রভাব লক্ষ্য করা যায়নি। এদিকে বেড়েছে মুরগির দাম। ব্রয়লার মুরগি গত সপ্তাহে ১৫০ টাকা কেজিতে বিক্রি হলেও বর্তমানে দাম বেড়ে ১৬০ থেকে ১৭০ টাকা, ককরেল মুরগির কেজিতে ২০ টাকা পর্যন্ত দাম বেড়ে ২৭০ টাকা এবং দেশি মুরগি আগের দাম ৫২০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা যায়। এছাড়াও আটা প্রতি এক কেজির প্যাকেট ৫৫ এবং ময়দা ৬৫ টাকায় বেচাকেনা হচ্ছে। চিনির কেজি ১০০ থেকে ১২০ টাকা, এক লিটার বোতলজাত সয়াবিন তেল ১৯৫ এবং পাঁচ লিটার তেল ৯৪০ টাকায় বিক্রি হচ্ছে।
ডিমের হালি ৩৭ টাকা থেকে দুই টাকা পর্যন্ত কমে ৩৫ টাকায় বেচাকেনা হতে দেখা যায়। গরুর মাংস ৭২০/৭৫০ এবং খাসির মাংসের কেজি এক হাজার থেকে ১১শ’ টাকা। এদিন আড়াই থেকে তিন কেজি ওজনের সিলভার কার্প মাছ প্রতি কেজি ২৪০ থেকে ২৫০ টাকা, তিন কেজি ওজনের কাতল মাছ ৩০০ টাকা এবং দুই কেজি ওজনের রুই মাছ ৩শ’ টাকা কেজিতে বিক্রি হতে দেখা যায়। এছাড়াও টেংরা মাছ ৪০০ থেকে ৪৫০, পাবদা আকারভেদে ৩০০ থেকে ৩৫০ টাকায় বেচাকেনা হতে দেখা যায়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








