ভিডিও বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

প্রকাশ : ২১ জানুয়ারী, ২০২৬, ০৭:১০ বিকাল

রামুতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

রামুতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

কক্সবাজারের রামুতে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বুধবার (২১ জানুয়ারি) ভোর রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের লামার পাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— রামু উপজেলার ৪ নং কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ার ঘোনা এলাকার মৃত শফি আলমের ছেলে মেহেদী হাসান (২০) এবং একই এলাকার বাদশা মিয়ার ছেলে জসিম উদ্দিন (২২)।

বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ভূঁইয়া। 

আরও পড়ুন

তিনি জানান, ভোর রাতে কাউয়ারখোপ ইউনিয়নের চেয়ারম্যান বাড়ির পশ্চিমে মসজিদ পুকুর পাড় এলাকায় ১০ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছে  এমন সংবাদের ভিত্তিতে রামু থানা পুলিশের একটি চৌকস দল সেখানে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে, ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে মেহেদী ও জসিমকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তবে চক্রের অন্য সহযোগীরা কৌশলে পালিয়ে যায়।

পরবর্তীতে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে ডাকাতদের ফেলে যাওয়া একটি লম্বা কিরিচ, দুটি ধারালো ছুরি, দুটি দা, দুটি লোহার হাতুড়ি, একটি উভয় পাশে ধারালো চাইনিজ কুড়াল, একটি তালা কাটার যন্ত্র, তিনটি প্লাস এবং চেইনযুক্ত একটি বিশেষ লোহার যন্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সরঞ্জামগুলো জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

ওসি মনিরুল আরও জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পলাতক অন্যান্য ডাকাতদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নায়ক রাজ রাজ্জাকের জন্মদিন উপলক্ষে অবুঝ মন

রামুতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

এমটিবির নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম ‘এমটিবি লেনদেন’-এর যাত্রা শুরু

ওয়ালপ্যাড ও শিখোর যৌথ উদ্যোগে তৈরি অত্যাধুনিক ‘এডুট্যাব’

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সঙ্গে পূর্ণ হেলথ-এর কৌশলগত চুক্তি স্বাক্ষর

গণভোট শত বছরের দিকনির্দেশনা দেবে: আদিলুর