লৌহজং উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বশিরুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা. নাজমা নাহার এবং শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান। বক্তারা গণভোট সফল করতে এবং ভোটারদের সচেতন করতে মাঠ পর্যায়ে কাজ করার আহ্বান জানান।
প্রকাশ : ২১ জানুয়ারী, ২০২৬, ০৬:৫৮ বিকাল
গণভোট শত বছরের দিকনির্দেশনা দেবে: আদিলুর
গণভোট শত বছরের দিকনির্দেশনা দেবে: আদিলুর
চব্বিশের জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘জুলাই সনদের’ পক্ষে দেশবাসীর সমর্থন চেয়েছেন স্থানীয় সরকার, শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, এই সনদ আগামী শত বছরের জন্য বাংলাদেশের দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।
আজ বুধবার (২১ জানুয়ারি) সকালে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, ‘চব্বিশের জুলাই অভ্যুত্থানে ১৪০০ তরুণ প্রাণের বিনিময়ে বাংলাদেশ পুনরায় মুক্ত হয়েছিল। সেই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে প্রতিষ্ঠিত করার জন্যই সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে এই সনদ তৈরি করেছে।’
আদিলুর রহমান খান বিগত সময়ের সমালোচনা করে বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘ বছর ধরে আগ্রাসনের শিকার ছিল এবং তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। জনগণের সম্মতির ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার জন্যই এই গণভোটের আয়োজন। তিনি মনে করেন, এই গণভোটের মাধ্যমেই বাংলাদেশের মানুষ তাদের দীর্ঘদিনের বঞ্চনার জবাব দেবে।
নতুন বাংলাদেশে যেন আর কখনো ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, সে বিষয়ে সতর্ক করে তিনি বলেন, আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যেখানে আর কোনো ‘আয়না ঘর’ থাকবে না। রাষ্ট্রীয় সম্পদ লুটপাট কিংবা বিদেশে টাকা পাচার হবে না। এসব অপকর্ম চিরতরে বন্ধ করতে ১২ ফেব্রুয়ারি জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিয়ে তা বাস্তবায়ন করার আহ্বান জানান তিনি।
আরও পড়ুনউপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের মানুষ কোনো ধরনের বিদেশি বা অভ্যন্তরীণ আগ্রাসনের কাছে মাথা নত করবে না। দেশের সার্বভৌমত্ব এবং জনগণের অধিকার রক্ষায় এই সনদ একটি মাইলফলক হয়ে থাকবে। তিনি জনগণকে কোনো ধরনের বিভ্রান্তিতে কান না দিয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকারে অংশ নেওয়ার অনুরোধ করেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





_medium_1768995236.jpg)

