দিনাজপুরের ঘোড়াঘাটে ভুয়া চিকিৎসক ও অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে অবৈধভাবে পরিচালিত ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘোড়াঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওসার শেখের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
মোবাইল কোর্ট চলাকালে মেডিক্যাল এবং ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এবং মেডিক্যাল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২’র বিভিন্ন ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযানে লাইসেন্স না থাকায় ওসমানপুরে অবস্থিত আদর্শ ক্লিনিকের ম্যানেজার মাহবুরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ডুগডুগিহাটে এসএ ডায়াগনস্টিকে রোগী দেখার সময় ভুয়া ডাক্তার হিসেবে পরিচিত কামাল হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। রাণীগঞ্জে অবস্থিত লাইসেন্সবিহীন ইসলামী ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজারকে ৫ হাজার টাকা এবং বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় মোস্তাক ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়। আরোপিত জরিমানার সর্বমোট ৪২ হাজার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
আরও পড়ুনভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রসিকিউশন দিয়ে সহযোগিতা করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: সোলায়মান হোসেন মেহেদী। এ সময় ঘোড়াঘাট থানার এসআই মো: মামুনের নেতৃত্বে পুলিশ সার্বিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে।
বিষয়টি নিয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওসার শেখ বলেন, জনস্বার্থে স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং অবৈধ ও অননুমোদিত চিকিৎসা কার্যক্রম বন্ধে এ ধরণের অভিযান ভবিষ্যতে আরও কঠোরভাবে পরিচালনা করা হবে।
মন্তব্য করুন

_medium_1768995236.jpg)



_medium_1768991355.jpg)



