হাদির পরিবারকে ২ কোটি টাকা দেয়া হচ্ছে: অর্থ উপদেষ্টা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির পরিবারকে দুই কোটি টাকা দেয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বুধবার (২১ জানুয়ারি) সচিবালয়ে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এ কথা জানান তিনি।
অর্থ উপদেষ্টা বলেন, হাদির পরিবারকে ফ্ল্যাটের জন্য এক কোটি টাকা দিচ্ছে অর্থ মন্ত্রণালয়। বাকী এক কোটি টাকা জীবিকা নির্বাহের জন্য প্রধান উপদেষ্টার তহবিল থেকে দেয়া হবে।
আরও পড়ুনপে কমিশনের বিষয়ে তিনি বলেন, কিছুক্ষণের মধ্যে পে কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়া হবে। এর বাইরে আর কিছু বলতে চাই না।
এসময় পদ্মা সেতুর জন্য চালের দাম ২০ টাকা বেড়েছে বাণিজ্য উপদেষ্টার এমন মন্তব্যের বিষয়েও কোনো মন্তব্য করতে চাননি অর্থ উপদেষ্টা।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







