গ্রিনল্যান্ডে পৌঁছেছেন ইউরোপের সেনারা
আন্তর্জাতিক ডেস্ক : গ্রিনল্যান্ডে যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে ইউরোপের ছয়টি দেশের সেনারা পৌঁছেছে। বৃহস্পতিবার রাজধানীতে আসেন যুক্তরাজ্য, জার্মানি, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড ও নেদারল্যান্ডসের সেনারা। দ্বীপটির নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের প্রেক্ষাপটে ডেনমার্ক ও তার মিত্ররা এই পদক্ষেপ নিয়েছে।
এর আগে বুধবার গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের কর্মকর্তাদের বৈঠক হলেও কোনো সমাধান আসেনি। ট্রাম্প দীর্ঘদিন ধরেই কৌশলগত গুরুত্ব ও খনিজ সম্পদের কথা তুলে ধরে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য জরুরি বলে দাবি করে আসছেন। তিনি রাশিয়া ও চীনের প্রভাব ঠেকাতে দ্বীপটির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন।
তবে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড স্পষ্ট জানিয়েছে, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় এবং নিরাপত্তা নিয়ে যেকোনো উদ্বেগ মিত্রদের সঙ্গে আলোচনার মাধ্যমেই সমাধান হবে।
আরও পড়ুনইউরোপীয় ইউনিয়নের প্রভাবশালী কয়েকটি দেশ ডেনমার্কের পাশে দাঁড়িয়েছে। ইউরোপের নেতারা সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্র যদি শক্তি প্রয়োগ করে গ্রিনল্যান্ড দখলের চেষ্টা করে, তবে তা ন্যাটোর অস্তিত্বকেই প্রশ্নের মুখে ফেলতে পারে।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক

_medium_1768496826.jpg)

_medium_1768495586.jpg)

_medium_1768486858.jpg)


