ইরানের রাজধানীতে ব্যাপক সরব নিরাপত্তা বাহিনী, টহল দিচ্ছে বিপ্লবী গার্ড
টানা কয়েকদিনের সহিংসতার পর ইরানের রাজধানী তেহরানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজধানীর প্রায় সব জায়গায় চেকপয়েন্ট বসানো হয়েছে বলে জানিয়েছেন সেখানকার বাসিন্দারা।
সংবাদমাধ্যম আলজাজিরাকে গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) তারা বলেছেন, আগামী কয়েকদিন কি হবে এ নিয়ে তারা উদ্বিগ্ন।
নাম গোপন রেখে এক বাসিন্দা বলেছেন, “রাজধানী ও অন্যান্যা জায়গায় বিপুল সেনা উপস্থিতি দেখা যাচ্ছে। সব জায়গায় চেকপয়েন্ট, পুলিশ সবাইকে থামাচ্ছে এবং রাস্তাঘাটে বিপ্লবী গার্ডের সেনাদের দেখা যাচ্ছে।
এছাড়া সশস্ত্র বাহিনীর সদস্যরা মোটরসাইকেলে করে বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে।
এ বাসিন্দা জানিয়েছেন, বিক্ষোভে যারা মারা গেছেন তাদের ‘সন্ত্রাসী’ অথবা ‘সন্ত্রাসী হামলার শিকার’ হিসেবে অভিহিত করছে সরকার। যারাই সরকারি স্থাপনায় হামলা চালাচ্ছে তাদের সন্ত্রাসী হিসেবে বলা হচ্ছে।
তিনি বলেন, “এখানে অনেক অনিশ্চয়তা চলছে। অনেক মানুষ উদ্বিগ্ন।”
কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, অনেকেই আশা করছেন যুক্তরাষ্ট্র শিগগিরই হামলা চালাবে। তবে এ নিয়ে তারা দ্বিধাবিভক্ত। তারা ভাবছেন যুক্তরাষ্ট্র হামলা চালালে কি সরকারের কিছু হবে? নাকি পরিস্থিতি আরও খারাপ হবে।
আরও পড়ুনতেহরানে অনেক মানুষ মারা গেছেন উল্লেখ করে অপর এক বাসিন্দা বলেছেন, “এই শহরে অনেক মৃত্যু, দুঃখ ও ক্ষোভ।”
এদিকে ইরানে যুক্তরাষ্ট্র হামলা চালাবে না বলে ইরানকে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে ইরানকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন তিনি।
পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদাম বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।
ইরানি দূত বলেছেন, পাকিস্তান সময় বৃহস্পতিবার রাত ১টার সময় এ তথ্য পান তিনি। ট্রাম্পের এ বার্তা নির্দেশ করছে তিনি ইরানের সঙ্গে যুদ্ধ চান না এবং দেশটিকে আহ্বান জানিয়েছেন মধ্যপ্রাচ্যে থাকা তাদের অবকাঠামোতে যেন কোনো পাল্টা হামলা না চালানো হয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1768486858.jpg)





_medium_1768493567.jpg)

_medium_1768481816.jpg)